April 29, 2024, 5:33 am
ব্রেকিং নিউজ

জুনিয়র এএইচএফ কাপে হংকংকে হারালো বাংলাদেশ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, January 6, 2023
  • 71 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:

ওমানে জুনিয়র এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপ হকি টুর্নামেন্টে প্রথম ম্যাচে হংকংকে ৪–০ গোলে হারিয়েছে বাংলাদেশ।এতে জোড়া গোল করেছেন মোহাম্মদ আলী। ১টি করে গোল করেছেন মোহাম্মদ হাসান ও আমিরুল ইসলাম।

শুক্রবার (০৬ জানুয়ারি) ওমানের মাসকাটে শুরু হয়েছে জুনিয়র এএইচএফ কাপ হকি। মাত্র ১৫ দিনের প্রস্তুতি নিয়ে অংশ নিয়েছে বাংলাদেশ যুব দল। এত অল্প সময়ের প্রস্তুতিতেও দুর্দান্ত শুরু করেছেন বাংলাদেশের যুবারা।

ম্যাচের দ্বিতীয় মিনিটে মোহাম্মদ আলীর ফিল্ড গোলে প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ১৪ মিনিটে হাসানের গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ২১ মিনিটে আমীরুল করেছেন ম্যাচের তৃতীয় গোল। ৫৭ মিনিটে মোহাম্মদ আলীর গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন মোহাম্মদ হাসান।

বাংলাদেশের জাতীয় যুব হকি দলের আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার কথা ছিল ২০২০ সালের জুন মাসে। ঢাকায় হওয়ার কথা ছিল ১০ জাতির জুনিয়র এশিয়া কাপ।

কিন্তু করোনার কারণে সেই টুর্নামেন্ট স্থগিত করে দেয় এশিয়ান হকি ফেডারেশন। অবশেষে প্রায় আড়াই বছর পর আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ পেল বাংলাদেশ জুনিয়র হকি দল।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102