May 13, 2024, 1:20 am
ব্রেকিং নিউজ

সিলেটে ডাকাতির মামলায় ১০ জনের যাবজ্জীবন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, April 28, 2024
  • 25 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
সিলেটের জকিগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে গুলি ছুড়ে ডাকাতির মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত ১০ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। ওই আদালতের বেঞ্চ সহকারী মো. কবির হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মজু, আব্দুস শহিদ, আহমদ সাবু উরফে সাবুল, জামাল উদ্দিন উরফে কাটা জামাল, সোনা মিয়া উরফে সোনা উল্লাহ কারাগারে রয়েছেন। বাকি ৫ আসামি পলাতক রয়েছেন।

খালাস পেয়েছেন জকিগঞ্জ থানার চাঁনপুর (দরিয়াপুর) গ্রামের মৃত ওহাব আলীর ছেলে রাজু আহমদ ও একই থানার হাড়িকান্দি গ্রামের মৃত সবু মিয়ার ছেলে আলী আহমদ (৩০)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, জকিগঞ্জ থানার ৬নং সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ সাতঘরি গ্রামের প্রবাসী ফজলুর রহমান তাপাদারের বাড়িতে ২০১৩ সালের ১০ জানুয়ারি রাতে ডাকাতির সময় অস্ত্রের মুখে নগদ ৬৫ হাজার টাকা, সাড়ে ১৬ ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইলসহ মোট ৯ লাখ ৮০ হাজার ৫শ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ফারুক আহমদ তাপাদার অজ্ঞাত ১৫-১৬ জনকে আসামি করে মামলা করেন। মামলার বিচার প্রক্রিয়া শেষ করার পর বৃহস্পতিবার আদালত রায় দেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102