April 29, 2024, 8:20 pm
ব্রেকিং নিউজ

আইপিএলে ফর্মে থাকায় ছুটি বাড়ল মোস্তাফিজের

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, April 15, 2024
  • 24 দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক :
আইপিএলের চলমান ১৭তম আসরে দুর্দান্ত পারফরম্যান্স করছেন বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রতিটি ম্যাচে ধারাবাহিকভাবে উইকেট শিকার করছেন কাটার মাস্টার।

আইপিএলের এবারের আসরে উইকেট শিকারের দৌড়ে মোস্তাফিজ রয়েছেন প্রথম সারিতে। গতকাল রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এক উইকেট শিকারের পাশাপাশি অবিশ্বাস্য ক্যাচে সবাইকে মুগ্ধ করেছেন।

আইপিএলে ধারাবাহিক ফর্মে থাকায় মোস্তাফিজুর রহমানের ছুটি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের দেওয়া অনাপত্তিপত্রের শর্তানুযায়ী ৩০ এপ্রিল পর্যন্ত মোস্তাফিজকে আইপিএল খেলার অনুমতি দিয়েছিল বিসিবি।

এক দিন ছুটি বাড়িয়ে দেওয়ায় মোস্তাফিজ ১ মে পর্যন্ত আইপিএল খেলতে পারবেন। সেদিন চেন্নাই খেলবে পাঞ্জাব কিংসের বিপক্ষে। সব ঠিক থাকলে সে ম্যাচটি খেলে ২ মে বাংলাদেশে ফিরবেন মোস্তাফিজ।

জিম্বাবুয়ে সিরিজের জন্যই মোস্তাফিজকে আইপিএলের মাঝপথে দেশে ফিরতে হচ্ছে। ২৮ এপ্রিল বাংলাদেশে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ৩ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ম্যাচ। মোস্তাফিজকে আইপিএল থেকে ফিরেই জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে।

আইপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকায় তৃতীয় পজিশনে মোস্তাফিজ। ১১ উইকেট নিয়ে শীর্ষে যুজবেন্দ্র চাহাল।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102