May 13, 2024, 7:47 am
ব্রেকিং নিউজ

ধানকাটা শ্রমিকের হাট জমজমাট

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, April 28, 2024
  • 36 দেখা হয়েছে

শেরপুর প্রতিনিধি
শেরপুরে শুরু হয়েছে বোরো ধানকাটা মাড়াই। আর এ ধান কাটাকে কেন্দ্র করে কৃষি শ্রমিকের হাটগুলো এখন জমজমাট। শেরপুরে বর্তমানে ধানকাটা শ্রমিকের মজুরি ৮শ থেকে সাড়ে ৮শ টাকা। মজুরি ছাড়াও দুই বেলা খাবার দিতে হচ্ছে শ্রমিকদের।

প্রতিদিন ফজর নামাজের পর থেকে শেরপুর শহরের শেখহাটি বাজার, নওহাটা শাপলা চত্বর ও শেরি ব্রিজ এলাকায় কৃষি শ্রমিকের হাট বসে।

শেরপুর শহর ও আশপাশের গ্রাম থেকে ধান কাটার কৃষি শ্রমিকরা দলে দলে ধান কাটার কাঁচি, ধানের আঁটি বহন করার প্রয়োজনীয় রশি ও স্থানীয় ভাষায় বাঁশের তৈরি ভাং নিয়ে হাটগুলোতে শ্রম বিক্রির জন্য হাজির হচ্ছেন। বিভিন্ন স্থান থেকে কৃষকরা সেখানে এসে মজুরির দাম দর বনিবনা হওয়ার পর ওই কৃষি শ্রমিকদের কাজের স্থলে নিয়ে যান। কাছে হলে হেঁটে এবং দূরে হলে অটোরিকশায় করে কৃষি শ্রমিকদের ধানের মাঠে নিয়ে যাওয়া হয়।

প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত জমজমাট থাকে কৃষি শ্রমিকের (স্থানীয় ভাষায় কামলা) হাট। কৃষকদের মধ্যেও প্রতিযোগিতা চলে কার আগে কে শ্রমিকদের চাহিদা অনুযায়ী মজুরির বিষয়টি ফয়সালা করে মাঠে নিয়ে যাবেন। যার ফলে ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৬টার মধ্যেই কৃষি শ্রমিকে সরগরম হাট ফাঁকা হয়ে যায়।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102