May 12, 2024, 2:30 pm
ব্রেকিং নিউজ

বাইরে থেকে দরজা বন্ধ করে বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, April 28, 2024
  • 30 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
বগুড়ার সারিয়াকান্দিতে বাইরে থেকে ঘরের দরজার ছিটকিনি লাগিয়ে বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের দেউলী গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করায় ওই পরিবারের সবাই বেঁচে গেছেন। তবে তাদের গোয়াল ঘর পুড়ে যায়। এ ব্যাপারে গৃহকর্তা রুবেল বেপারি শুক্রবার সারিয়াকান্দি থানায় অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, রুবেল বগুড়ার সোনাতলা উপজেলার নামাজখালী গ্রামের বাবলু বেপারির ছেলে। তিনি বিয়ের পর সারিয়াকান্দি সদর ইউনিয়নের দেউলী গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন। রুবেলের শ্বশুর বাদশা বেপারির সঙ্গে তাস খেলা নিয়ে প্রতিবেশী মৃত অছির খন্দকারের ছেলে আবদুর রাজ্জাক খন্দকার, সাত্তার খন্দকার, তার ছেলে আঙ্গুর খন্দকার এবং রজিব উদ্দিন বেপারির ছেলে আবুল বেপারির বিরোধ চলছিল।

বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার সময় রুবেলের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। রাত ৩টার দিকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর চিৎকারে রুবেলের ঘুম ভাঙে। দেখেন তার বসতঘরে আগুন জ্বলছে। বের হওয়ার চেষ্টা করলে দুটি ঘরের দরজায় বাইরে থেকে ছিটকিনি লাগানো থাকায় ব্যর্থ হন। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজার জিআই তার কেটে তাদের উদ্ধার করেন। আগুনে রুবেলের গোয়াল ঘরে থাকা সব জিনিসপত্র ও বসতঘরের একাংশ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। রুবেল শুক্রবার সকালে শ্বশুরের প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

প্রত্যক্ষদর্শী মহসিন আলী বলেন, রুবেলের পরিবারের লোকজনের চিৎকার শুনে আমরা তার বাড়িতে যাই। গিয়ে দেখি তারা ঘরে আটকা পড়েছেন। পরে তাদের উদ্ধার করি।

সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলাম বলেন, ঘরে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রুবেলের অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102