May 16, 2024, 11:15 pm
ব্রেকিং নিউজ

আজ ভূতরে বিলের প্রতিবাদে রাঙামাটি বিদ্যুৎ অফিস ঘেরাও

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, April 29, 2024
  • 65 দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার রাঙ্গামাটি :
বিদ্যুৎ বিভাগের ভূতড়ে বিলে বিপাকে পড়েছে রাঙামাটির পৌর এলাকার ১নং ওয়ার্ডের বিদ্যুৎ গ্রাহকরা। এর প্রতিবাদে রবিবার সকালে রাঙমাটির বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। অন্যদিকে বিদ্যুৎ বিভাগ বলছে অতিরিক্ত বিদ্যুৎ বিল থাকলে তা সমাধন করা হবে।

সরকার ঘোষিত ডিজিটাল মিটার পরিবর্তন করে প্রি-পেইড মিটার স্থাপন করে বিদ্যুৎ বিভাগ। এতে প্রথম দফায় পৌরসভার ১ নং ওয়ার্ডের ইসলামপুর, শরিয়তপুর,পুরানবস্তি এলকায় ১ হাজার গ্রাহকের ঘরে স্থাপন করা হয় প্রিপেইড মিটার।

নিয়মিত যে বাড়িতে ৫শ থেকে ১ হাজর টাকা বিল আসতো সেখানে হঠাৎ করে কাউকে ৫০ হাজার কাউকে ৩০ হাজার টাকার গায়েবি বিল দেয়া হয়েছে। পুরানো মিটার অনুযায়ী মার্চের বিল বাবদ এ বিল দেয়া হয়। এতে অসহায় হয়ে পড়েছেন ভুক্তোভোগীরা।

এমন ভুতড়ে বিলের প্রতিবাদে রবিবার সকালে শহরের ভেদভেদিস্থ বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করে স্থানীয় শতাধিক ভুক্তভোগী। এসময়ে তারা মনগড়া বিল করার জন্য বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়ী করেন। একইসাথে এ বিল পরিশোধে অপারগতা প্রকাশ।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102