April 29, 2024, 2:02 am
ব্রেকিং নিউজ

খুলনা টিটিসির ১২ জনকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, March 25, 2024
  • 56 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
খুলনার সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ১২ শিক্ষক-কর্মচারীকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রোববার সুন্দরবন কুরিয়ার সার্ভিস গুলশান-২ শাখা থেকে ১২টি খামে কাফনের কাপড় এবং একটি সাদা কাগজে ‘প্রস্তুত থাকিস’ লিখে এ হুমকি দেওয়া হয়। বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীদের একজন।

যাদের চিঠি পাঠানো হয়েছে তারা হলেন- প্রতিষ্ঠানটির চিফ ইন্সট্রাক্টর রিয়াজ শরীফ, ইন্সট্রাক্টর যথাক্রমে সৈয়দ কামাল উদ্দিন, মাসুদুল ইসলাম, মাহবুবুর রহমান, জোবায়দুর রহমান, মারুফ আহমেদ, আব্দুল হামিদ, হযরত আলী বুলেট, উম্মে হাবিবা ইসলাম ও পলক কুমার বিশ্বাস এবং কর্মচারী মনিরুল হক তালুকদার ও আমিনুর সরদার।

নগরীর তেলীগাতি এলাকায় অবস্থিত ‘টিটিসি’র অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম। বলা হচ্ছে, প্রতিষ্ঠানটিতে যারা অধ্যক্ষের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে তাদেরকেই এই চিঠি দেওয়া হয়েছে। রোববার আড়ংঘাটা থানায় অধ্যক্ষের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন চিফ ইন্সট্রাক্টর রিয়াজ শরীফ। সেখানে তিনি উল্লেখ করেন, অধ্যক্ষের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে একজন ইন্সট্রাক্টরকে বহিরাগতদের দিয়ে মারধরও করা হয়েছিল।

একাধিক ইন্সট্রাক্টর জানান, ৫০ জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে ১২ জনকে এই হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তাদের পরিবারে আতঙ্ক দেখা দিয়েছে।ইন্সট্রাক্টর উম্মে হাবিবা ইসলাম বলেন, এই চিঠি পাওয়ার পর খুবই আতঙ্কে আছি।

চিফ ইন্সট্রাক্টর রিয়াজ শরীফ বলেন, চিঠি খুলে দেখি একটি কাগজে ‘প্রস্তুত থাকিস’ লেখা এবং কাফনের কাপড়ের সদৃশ রয়েছে। পরে বিষয়টি অধ্যক্ষকে জানাই। এ ঘটনার পেছনে অধ্যক্ষের হাত থাকতে পারে। তাই বিষয়টি তদন্তের জন্য আড়ংঘাটা থানায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছি। তদন্ত করলেই সব কিছু বের হয়ে আসবে।

খুলনা টিটিসির অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম বলেন, আইন প্রয়োগকারী সংস্থার কাছে তারা সাধারণ ডায়েরি করেছে। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ হাসান আল-মামুন যুগান্তরকে বলেন, অপরাধী শনাক্ত করতে আমরা তদন্ত শুরু করেছি।

সূত্র-যুগান্তর

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102