May 5, 2024, 4:32 am
ব্রেকিং নিউজ

খুলনায় অনলাইনে জুয়া ও প্রতারনার অভিযোগে গ্রেফতার ২: সরঞ্জাম জব্দ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, April 25, 2024
  • 12 দেখা হয়েছে

ইমরান মোল্লা,খুলনা:

কেএমপি’র খালিশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ BIT COIN নামক ভার্চুয়াল মুদ্রা (ক্রিপ্টোকারেন্সি) এর মাধ্যমে অনলাইনে বিভিন্ন ডিজিটাল জালিয়াতির সরঞ্জামাদিসহ ০২ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী হলো মোঃ শিহাব উদ্দিন শিবলু (২৭) এবং মোঃ সাব্বির হোসেন (২২)। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩/৪জন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ জানায়, খালিশপুর থানা পুলিশের একটি বিশেষ টিম হোন্ডা মোবাইল-৫ ডিউটি করাকালে ২৩ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর আবাসিক রোড নং-১৭১, বাড়ী নং-বি/১৭ ইসরাত জাহানের ৩য় তলা ভবনের নিচ তলার কক্ষে অভিযান চালায়। এসময় বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদনবিহীন অবৈধ BIT COIN নামক ভার্চুয়াল মুদ্রা (ক্রিপ্টোকারেন্সি) এর মাধ্যমে দীর্ঘদিন যাবত প্রতারণা করে সাধারণ লোকজনের টাকা হাতিয়ে নিয়ে প্রতারণার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে অনুমোদনবিহীন অবৈধ BIT COIN নামক ভার্চুয়াল মুদ্রা (ক্রিপ্টোকারেন্সি) এর মাধ্যমে প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন ব্রান্ডের ০৫ টি কম্পিউটার, ০৫ টি মোবাইল ফোন, ০৪ টি পেনড্রাইভ, ১৭ টি সিম কার্ড, ০২ টি আইডি কার্ড, ০১ সিসি টিভি ক্যামেরা, ০১ টি ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম কার্ড, Nons.Com সাইটের BIT COIN লেনদেন সংক্রান্ত কাগজপত্র ০২ পাতা, BIT COIN ওয়ালেট থেকে বিকাশ ও নগদ একাউন্টে লেনদেনে ব্যবহৃত সিম কার্ড নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় এইচ এস সি পাশ করার পর ২০২১ সাল হতে Expart Deal নাম দিয়ে অনলাইন আউট সোর্সিং ব্যবসা শুরু করে। পরবর্তীতে অনলাইন আউট সোর্সিং ব্যবসার আড়ালে BIT COIN ও অনলাইনে বিভিন্ন প্রতারণার ডিজিটাল জালিয়াতির ফাঁদ তৈরি করে দীর্ঘ দিন যাবত তাদের অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃত আসমীদ্বয় অন্যান্য অজ্ঞাতনামা সহযোগী আসামীদের সহযোগিতায় বাংলাদেশেসহ পাকিস্তান, নাইজেরিয়া, দুবাই এর ক্রেডিট কার্ড হ্যাকারদের সহযোগিতায় অননুমোদিত অবৈধ BIT COIN নামক ভার্চুয়াল মুদ্রা (ক্রিপ্টোকারেন্সি) এর মাধ্যমে পাচারকারীদের সাথে আঁতাত করে প্রতারণা ও ডিজিটাল জালিয়াতি করতো। Expart Deal নামক প্রতিষ্ঠানটি শুরুতে তাদের একটি ছোট অফিস থাকলেও আস্তে আস্তে বড় পরিসরে ০৩ টি শিফটে ২৪ ঘন্টা অফিস খোলা রেখে তাদের কার্যক্রম পরিচালনা করছিল। গ্রেফতারকৃত আসামী শিহাব উদ্দিন শিবলু এবং সাব্বির হোসেন অন্য দেশের কাছে নিজেদেরকে Online Activist পরিচয় দিয়ে বিভিন্ন দেশের Client দের সাথে অননুমোদিত অবৈধ ভার্চুয়াল ব্যবসার মাধ্যমে একাধিক ব্যাংকে অবৈধ BIT COIN নামক ভার্চুয়াল মুদ্রা (ক্রিপ্টোকারেন্সি) এর মাধ্যমে প্রতারণামূলকভাবে ডিজিটাল জালিয়াতি করে একাধিক ব্যাংক একাউন্ট ব্যবহার করে বিপুল পরিমাণ (৩০ লক্ষ ডলার) অর্থ হাতিয়ে নিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরো জানায় যে, তাদের একাধিক ভার্চুয়াল ওয়ালেটে BIT COIN এর মাধ্যমে অর্জিত লক্ষাধিক ডলার মজুদ রয়েছে। তারা বিভিন্ন দেশি-বিদেশী ও ই-মার্কেটিং আকর্ষণীয় মুল্যের বিজ্ঞাপন করত এবং পরবর্তীতে সেখান থেকে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করতো। এছাড়াও তারা দেশের বিভিন্ন অঞ্চলে জুয়ারীদের নিকট BIT COIN বিপনন করতো।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102