April 29, 2024, 11:20 am
ব্রেকিং নিউজ

বরিশালে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, January 6, 2024
  • 36 দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি::
বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে সকাল ৮টায় সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটাররা কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন। তবে শীতের কারণে সকালের দিকে ভোটর উপস্থিতি কিছুটা কম বলে জানিয়েছে নির্বাচন কর্মকর্তারা।

সকাল ৮টায় বরিশাল-১ আসনের আগৈলঝাড়া উপজেলার শেরাল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ।

ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ভোটের পরিবেশ খুব ভালো। সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন।
ওই কেন্দ্রে ভোট দেয়া ভোটার তৌহিদুর রহমান, জসিম মোল্লা, ফারহানা ইয়াসমিন, সাবিনা বেগম ও ঝর্না সেরনিয়াবাত জানান, ভোটের পরিবেশ খুবই সুন্দর। তারা ইচ্ছেমত পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন।

সকাল পৌনে ৯টায় একই আসনের গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন বিদ্যালয় কেন্দ্রের সামনে গিয়ে বেশ জটলা দেখা গেছে। তবে কেন্দ্রের মধ্যে তেমন ভোটার ছিল না। একজন দুইজন করে করে ভোটার আসছেন এবং ভোট দিচ্ছেন।

এই কেন্দ্রের প্রিজাডিং কর্মকর্তা মো. হেমায়েত হাওলাদার জানান, শীতের সকাল। এ কারণে ভোটার সংখ্যা কিছুটা কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণ হচ্ছে ৮২৭টি কেন্দ্রের ৪ হাজার ৯শ’ ৪১টি কেন্দ্রে। জেলায় মোট ভোটার ২১ লাখ ২৯ হাজার ৯শ’ ৭৪ জন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102