April 29, 2024, 7:38 pm
ব্রেকিং নিউজ

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, April 14, 2024
  • 24 দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি:
বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবে মেতে ওঠে বরিশালবাসী। রোববার নতুন বছরের সকালে নগরীর ব্রজমোহন (বিএম) স্কুল প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। চারুকলার উদ্যোগে বের হওয়া শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়ক ঘুরে শেষ হয় সিটি কলেজ প্রাঙ্গণে।

এ সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার শওকত আলী, পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, চারুকলা বরিশালের প্রতিষ্ঠাতা সভাপতি দিপংকর চক্রবর্তী, সংস্কৃতিজন শাহ সাজেদা সংগঠক, আজমল হোসেন লাবু প্রমুখ।

এ শোভাযাত্রায় নানা রঙের মুখোশ, টেপাপুতুল, পশুপাখির প্রতিকৃতিসহ বাঙালি সংস্কৃতির নানা ঐতিহ্য স্থান পায়। এতে নগরীর বিভিন্ন শ্রেণিপেশার নারী-পুরুষ ও শিশুরা অংশ নেয়।

সকালে বরিশাল ব্রজমোহন স্কুল প্রাঙ্গণে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গেয়ে প্রভাতি অনুষ্ঠানের আয়োজন করে উদীচী বরিশাল। নাচ–গানে বাংলা নতুন বছরকে বরণ করা হয়। এছাড়া ব্রজমোহন স্কুল মাঠে তিন দিনের বৈশাখী মেলার আয়োজন করেছে উদীচী।

বিকেলে সিটি কলেজ প্রাঙ্গণে চারুকলা ও ব্রজমোহন স্কুলে উদীচী বরিশালের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102