April 29, 2024, 6:37 pm
ব্রেকিং নিউজ

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির যে ছবি প্রকাশ করেছে ইসরাইল

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, April 15, 2024
  • 21 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক
শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে গত শনিবার ইসরাইলে হামলা চালিয়েছে ইরান। এ হামলায় ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করেছে ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

সোমবার আইডিএফের বরাত দিয়ে বিবিসি দুটি ছবি প্রকাশ করে। ছবি দুটিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি রাস্তায় এবং এয়ারবেজের কাছে একটি ফাঁকা জায়গায় গর্ত তৈরি হয়েছে।

গত সপ্তাহে সিরিয়ায় ইরানের দূতাবাস প্রাঙ্গণে ইসরাইলি হামলার পর পাল্টা হামলা হিসেবে শনিবার ইসরাইলে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯ শতাংশই ইসরাইলি ভূখণ্ডে পৌঁছার আগেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইল। এই প্রথম তেহরান সরাসরি ইসরাইলের ভূখণ্ডে হামলা চালাল।

ইরানের হামলার পর পাল্টা হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে মন্ত্রিসভার বৈঠকে বসেছিল ইসরাইল। তবে বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরাইলি পাল্টা হামলায় যোগ দেবে না।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102