April 29, 2024, 6:42 pm
ব্রেকিং নিউজ

চুনারুঘাটের পর্যটন কেন্দ্রগুলোতে রেকর্ড পর্যটক

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, April 14, 2024
  • 24 দেখা হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাটের পর্যটন কেন্দ্রগুলোতে ঈদে রেকর্ড পর্যটকের ভিড় জমেছে। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ঈদুল ফিতরের টানা ছুটিতে এবার সবচেয়ে বেশি পর্যটক এসেছে চুনারুঘাটে।

বিশেষ করে সাতছড়ি জাতীয় উদ্যান ও চা বাগানের পথে পর্যটকদের প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। সাতছড়ি জাতীয় উদ্যানে ঈদের ৩ দিনে প্রায় ২ লাখ টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে।

ঈদের দিন সকাল ১০টার পর থেকেই সাতছড়ি জাতীয় উদ্যানে বন পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। শুধু সাতছড়িই নয় পর্যটকরা পুরাতন মহাসড়কের চুনারুঘাট থেকে তেলিয়াপাড়া পর্যন্ত চা বাগানের পথে পথে মানুষের ভিড় নামে। রেমাকালেঙ্গা অভয়ারন্য, গ্রিনলান্ড পার্ক, রামগঙ্গা ব্রিজ পয়েন্ট, পরীবিল ও শাপলবিলসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে স্মরণকালের রেকর্ড সংখ্যক পর্যটকদের ভিড় ছিল।

সাতছড়ি জাতীয় উদ্যানে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের পদভারে মুখর হয়ে উঠেছে এ উদ্যান। ছোট বড় প্রায় সব বয়সী পর্যটকদের আনাগোনা দেখা গেছে। পর্যটকদের ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে পুলিশ, আনসার, বন বিভাগ ও ভলান্টিয়ারদের।

চা বাগানের পথে পথে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। পথে পথে তৈরি হয়েছে নতুন নতুন অস্থায়ী দোকানপাট। যেন সারা রাস্তাই মেলার পরসা বসেছে। শিশু কিশোররাও চা বাগান ও ছড়াগুলোতে মনের আনন্দে খেলা করেছেন।

সাতছড়ি জাতীয় উদ্যানের সিএমসি কমিটির সদস্য সচিব ও রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বলেন, ঈদের দিন পুলিশ, বন বিভাগ এবং আমাদের ব্যবস্থাপনা কমিটির সার্বক্ষণিক তদারকির কারণে এবার রেকর্ড রাজস্ব আদায় হয়েছে এবার। ঈদের দিনেই এসেছে ১ লাখ ১০ হাজার টাকা। পরের ৩ দিনে আরও লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। যা অতীতে আর হয়নি।

চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, পুলিশ ঈদ পর্যটনে আন্তরিকভাবে কাজ করেছে। বিশেষ করে চুনারুঘাট থেকে সাতছড়ি পর্যন্ত ৫টি টিম কাজ করেছে। ফলে এবার ঈদের ছুটিতে কোনো দুর্ঘটনা কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহবুব আলম মাহবুব বলেন, পর্যটকদের নিরাপত্তায় আমরা পুলিশের পাশাপাশি আনসার নিয়োগ দিয়েছি। পর্যটকদের নিরাপদ ভ্রমণে আমরা সচেষ্ট আছি।

সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন জানান, আমি চুনারুঘাটকে পর্যটনের নগরী করতে চাই। এর অংশ হিসেবে প্রথমেই ঈদকে সামনে রেখে রামগঙ্গা ব্রিজ ও সুরমা আমতলী পয়েন্টে দুটি পরিত্যক্ত যাত্রী ছাউনিকে আকর্ষণীয় নির্মাণশৈলী দিয়ে পর্যটন কেন্দ্রে রূপান্তর করেছি। সামনে আরও কাজ দেখতে পাবেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102