April 30, 2024, 9:44 am
ব্রেকিং নিউজ

গাজীপুরে ফ্লাইওভারের জমি দখল করে অবৈধ স্ট্যান্ড, চলছে চাঁদাবাজি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, April 7, 2024
  • 34 দেখা হয়েছে

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর পূবাইল থানার মিরের বাজার চৌরাস্তায় ঢাকা বাইপাস হাইওয়ের ফ্লাইওভারের জমি দখল করে অবৈধ অটোরিকশা, লেগুনা, সিএনজি চালিত অটোরিকশা, পিকআপভ্যান, ভাঙাচোরা লক্কর-যক্কর প্রাইভেটকার স্ট্যান্ড করা হয়েছে। এতে টঙ্গী- ঘোড়াশাল হাইওয়ে ও ঢাকা বাইপাসের নীচের অংশ লাগাতার দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে ঈদ যাত্রা ও দৈনন্দিন কাজে শুধুমাত্র মিরের বাজার চৌরাস্তায় নষ্ট হচ্ছে দিনের বড় একটা কর্মঘণ্টা।

অবৈধ স্ট্যান্ডগুলোর বিরুদ্ধে উঠছে দৈনিক ও মাসিক ভিত্তিক চাঁদাবাজির অভিযোগ। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দৈনিক ও মাসিক মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার চাঁদাবাজি হয় এখানে। চাঁদাবাজরা এলাকার প্রভাবশালী নেতা হাওয়ায় এ বিষয়ে মুখ খুলছেন না কেউ-ই। অনেকের প্রশ্ন লাখ লাখ চাঁদাবাজির টাকা কোথায় যায়? তা খতিয়ে দেখতে হবে সংশ্লিষ্ট প্রশাসনকে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা অবৈধ গাড়ি, মোটর‍যান, অটো, লেগুনা ফ্লাইওভারের নিচে জমি দখল করে পার্কিং করা আছে। এতে তিল পরিমাণ জায়গা মিলছিল না।

ঘটনাস্থলে গেলে নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন লেগুনা ও অটোরিকশা চালক জানান, এখানে দুই প্রকার চাঁদা দিতে হয় তাদের। আর চৌরাস্তার দক্ষিণ ও উত্তর পাশ দুটি বা তিনটি গ্রুপ চাঁদাবাজি করে। চাঁদাবাজি চলে গন্তব্যের উভয় প্রান্তে। আর প্রত্যেক গ্রুপের আছে টাকা উঠানো আলাদা আলাদা লাইনম্যান যারা দৈনিক বেতনের ভিত্তিতে টাকা উঠিয়ে দেয়।

এই রুটে নিয়মিত চলাচলকারী কয়েক যাত্রী ও প্রাইভেটকার চালক জানান, আমরা সরকারকে কর দিয়ে অটো লেগুনা অবৈধ গাড়ির দৌরাত্ম্যে ৩০ মিনিটের রাস্তা তিন ঘণ্টায়ও পার হতে পারছি না। শুধু অবৈধ গাড়ির জন্য গাজীপুর মহানগরীর বেশিরভাগ সড়কে ঈদপূর্ব সময়ে প্রচণ্ড যানজটের এমন চিত্র নগরীর সর্বত্র। এর মধ্যে মিরের বাজার চৌরাস্তা অন্যতম। অবৈধ গাড়ির চালকেরা বেপরোয়া গাড়ি চালিয়ে আমাদের গাড়িতে ধাক্কা দিচ্ছে। মাঝে মধ্যে ট্রাক ও কাভারভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি ঘটছে।

তাছাড়া অনেকে বলছেন, মিরের বাজার রেল গেইটও যানজটের অন্যতম কারণ। দিনে ৪০-৫০টি ট্রেন যাওয়া আসা করায় রেল গেইট প্রায়শই বন্ধ থাকে।

যানজটের বিষয়ে পূবাইল থানার ওসি কামরুজ্জামান  জানান, যানজট ও অবৈধ স্ট্যান্ডের বিষয়ে ট্রাফিক বিভাগের সঙ্গে একত্রে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি কেউ অভিযোগ করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূবাইল মিরের বাজার ট্রাফিক পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিকের ডিসি আলমগীর হোসেন জানান, চাঁদাবাজির বিষয়টি জানি না। আমাদের লোকবল সংকট আছে সেজন্য যানজট নিরসনে হিমশিম খাচ্ছি।তবে ফ্লাইওভারের নীচের অবৈধ গাড়ির স্ট্যান্ড দ্রুত সময়ের মধ্যেই উচ্ছেদের ব্যবস্থা করতেছি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102