April 29, 2024, 5:43 am
ব্রেকিং নিউজ

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, March 17, 2024
  • 32 দেখা হয়েছে

সিলেট প্রতিনিধি:
সিলেটে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রোববার স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগ, সিটি করপোরেশন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করে।

কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার ম্যুরাল বা প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণসহ অন্যান্য ভাষণ প্রচার এবং মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনা।

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি, জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ, বাংলাদেশ বেতার, সরকারি ও বেসরকারি বিভিন্ন দফতর ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

সিলেট জেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক প্রদান করেন জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ, জেলা ও মহানগর মহিলা লীগ ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। সিলেট সিটি করপোরেশন নগর ভবন চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়সহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এ উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102