April 29, 2024, 5:19 pm
ব্রেকিং নিউজ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ওভারটেকিং করতে গিয়ে ৪ জন আহত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, January 30, 2024
  • 45 দেখা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি আঞ্চলিক মহাসড়কে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে ও পাওয়ারট্রিলার উল্টে ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর-রহনপুর সড়কের শিমুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রহনপুর থেকে পাওয়ারট্রিলার ও ট্রাক আগে পিছে হয়ে আসছিল। পেছন দিক থেকে আসা ট্রাকটি ওভারটেকিং করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় তার পেছনে থাকা পাওয়ারট্রিলারটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ৪ জন আহত হন। পরে রহনপুর ফায়ার সার্ভিসের একটি টিম তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় আহতরা হলেন- ট্রাকচালক সেলিম (৪২) ও সহকারী জাহিদ (১৯); তাদের বাড়ি পাবনার বেড়া উপজেলার বসন্তপুরে। এছাড়া পাওয়ারট্রিলার চালক হৃদয় (২২) ও সহকারী রুবেল (২০) এ ঘটনায় আহত হন। তাদের বাড়ি উপজেলার চৌডালা ইউনিয়নের বেনিচকে।

গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, পাওয়ারট্রিলার ও ট্রাক ওভারটেকিং করতে গিয়ে খাদে পড়ে যায়। এতে উভয় যানবাহনের ৪ জন আহত হন। ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102