April 29, 2024, 12:43 am
ব্রেকিং নিউজ

আত্রাইয়ে প্রজন্মের ‍উদ্যোগে বেদে সম্প্রদায়ের মধ্যে শীত বস্ত্র বিতরণ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, January 18, 2024
  • 39 দেখা হয়েছে

আল আমিন মিলন, আত্রাইপ্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে প্রজন্মের আলো-প্রজন্মের মেলা সমাজ কল্যাণ কর্মসূচির অধীন অসহায় ও গরিব ছিন্নমূল শীতার্ত বেদে সমপ্রদায়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র ও প্রজন্মের আলো পরিবারের স্বেচ্ছাসেবী যুব সংগঠন “প্রজন্মের মেলা”র আয়োজনে শীত বস্ত্র বিতরণ করা হয়।
বৃহশপতিবার সকালে (১৮ জানুয়ারী) আত্রাই উপজেলার বান্দাইখাড়া এলাকার আত্রাই নদীর তীরে অস্থায়ীভাবে স্থাপতি বেদে পল্লীতে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ অধ্যক্ষ ও প্রজন্মের আলো সম্পাদক মো. আব্দুর রহমান রিজভী, প্রজন্মের আলোর নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিম, প্রজন্মের আলোর বার্তা সম্পাদক প্রভাষক আবু রেজা, সিনিয়র প্রভাষক জাকিরুল ইসলাম , প্রভাষক এসএম মাসুদ পারভেজ, প্রভাষক মামুনুর রশিদ, প্রভাষক সোহেল রানা, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি খালেক হাসান, সাংবাদিক হারুন অর রশিদ উজ্জল, সাংবাদিক রফিকুজ্জামান মানিক, আফাজ উদ্দীন, প্রজন্মের আলো ম্যানেজিং ইডিটর আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর, প্রজন্মের আলোর ডিজিটাল কন্টেন্ট ইডিটর আব্দুল্লাহ আল মাসুদ বিন রহমান তন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।
সহযোগিতায় সোসাল ইনোভেশন টিম নওগাঁ চকদেবপাড়া শাখা, রহমান স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট ও প্রজন্ম ফ্রিল্যান্সিং ইন্সটিটিউট ।
প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী বলেন, গরিব ছিন্নমূল বিশেষ করে বেদে সম্প্রদায়ের মানুষরা বাইরে কাজে যেতে পারছে না। ফলে তাদের পরিবারে অভাব আরো বৃদ্ধি পেয়েছে। সরাসরি কাচাঁ মাটির উপর সামান্য বিছানা পেতে প্রচন্ড শীতে তারা কষ্ট পাচ্ছে। বিভিন্ন স্থান থেকে এসে বেদে সম্প্রদায়ের কয়েকটি পরিবার আত্রাই নদীর তীরে তাবু করে শীতে অনেক কষ্টে বসবাস করছে। কলেজে আসা যাওয়ার সময় দেখে বৃহশপতিবার তাদের সহযোগিতা করার উদ্যোগ নিয়ে সংশ্লিস্ট সকলের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হলো।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102