April 28, 2024, 3:53 pm
ব্রেকিং নিউজ

কুড়িগ্রামের ৪টির ২টিতে আওয়ামী লীগ, ১টিতে জাতীয় পার্টি ১টিতে স্বতন্ত্র বিজয়ী

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, January 7, 2024
  • 44 দেখা হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার ৪টি নির্বাচনী আসনের মধ্যে বে-সরকারি ফলাফলে দুটি আসনে আওয়ামী লীগের নৌকা মার্কা, একটিতে জাতীয় পার্টির লাঙ্গল এবং একটি আসনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা বিজয়ী হয়েছে। রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ রবিবার রাতে কন্ট্রোল রুম থেকে এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে জানা যায়, কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনে ২৮ হাজার ২৬৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী এ কে এম মোস্তাফিজুর রহমান লাঙ্গল মার্কা। তার প্রাপ্ত ভোট ৮৮ হাজার ২৩টি। তার নিকটতম প্রার্থী জাকের পার্টির মো. আব্দুল হাই গোলাপ ফুল মার্কায় পেয়েছেন ৫৯ হাজার ৭৫৬টি ভোট।
কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে ৫৫ হাজার ১৭৫টি ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ডা. হামিদুল হক খন্দকার (ট্রাক মার্কা)। তার প্রাপ্ত ভোট এক লাখ ২ হাজার ১২০টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ লাঙ্গল মার্কা নিয়ে পেয়েছেন ৪৬ হাজার ৯৪৫টি ভোট।

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ১৭ হাজার ৮৫২টি ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (নৌকা মার্কা)। তার প্রাপ্ত ভোট ৫৩ হাজার ৩৬৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. আক্কাছ আলী সরকার ট্রাক মার্কা নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৫১৫টি ভোট।

কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনে ৭৩ হাজার ৯৭৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের তরুণ প্রার্থী অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ (নৌকা মার্কা)। তারপ্রাপ্ত ভোট ৮৬ হাজার ৬৫৮টি। এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো.মজিবুর রহমান বঙ্গবাসী ঈগল মার্কা। তার প্রাপ্ত ভোট ১২ হাজার ৬৮৪টি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102