May 3, 2024, 12:24 pm
ব্রেকিং নিউজ

নেইমারকে আর রাখছে না পিএসজি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, February 13, 2023
  • 69 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:

ক্লাবে নিজের নড়বড়ে অবস্থান কিংবা মাঠের পারফরম্যান্সে ভাটার টান। এসব কিছুর মধ্যেই সতীর্থদের সঙ্গে ঝগড়া বাধিয়ে উল্টো নিজের বিপদই ডেকে আনলেন নেইমার। শুধু সতীর্থ কেন, পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোসও রেহাই পাননি নেইমারের কাছ থেকে।

ঘটনাটি ঘটেছে গত রোববার (১২ ফেব্রুয়ারি)। লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে গেছে পিএসজি।

চোটের কারণে অবশ্য সেদিন খেলতে পারেননি দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। আর তাই বাড়তি দায়িত্ব ছিল নেইমারের কাঁধে। কিন্তু তিনিও পারলেন না ত্রাণকর্তা হতে। উল্টো হতাশার হারের পর সতীর্থ ও টিম ডিরেক্টরের সঙ্গে প্রকাশ্যে ঝগড়ায় জড়ান। সেই ঝগড়া গড়ায় ড্রেসিংরুম পর্যন্ত।

ফরাসি সংবাদমাধ্যম লে কুইপে জানিয়েছে, ‘মোনাকোর বিপক্ষে প্রথম একাদশ নিয়ে খুব একটা খুশি ছিলেন না নেইমার। মাঠে খেলা চলাকালীন মাঝেমধ্যে সতীর্থদের সঙ্গে তর্ক হচ্ছিল তাঁর। দল যে ঐক্যবদ্ধভাবে খেলছে না সেটি বোঝা যাচ্ছিল। যার ফলও পাওয়া যায় হাতে-নাতে।’

ম্যাচ শেষ হতেই মাঠে নিজের ক্ষোভ প্রকাশ করতে থাকেন নেইমার। হুগো একিটিকের সঙ্গে ঝগড়া হয় তার। আরেক সতীর্থ ভিটিনহার ওপরেও রাগ দেখান নেইমার। এদিকে, দলের খেলায় খুশি হতে পারেননি পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস। ফুটবলাররা সাজঘরে ফিরলে তাদের তুলোধনা করতে থাকেন তিনি। সেটা মেনে নিতে পারেননি নেইমার। ক্যাম্পোসের সঙ্গে বচসায় জড়ান তিনি।

এদিকে, নেইমারের এমন আচরণে তার ওপর বেজায় ক্ষেপেছেন সতীর্থ ফুটবলাররা। ফুট মার্কেটোর বরাত দিয়ে গোল ডট কম জানিয়েছে, ‘আসন্ন গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমেই নেইমারকে ছেড়ে দিতে চায় পিএসজি।’

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102