April 26, 2024, 9:30 pm
ব্রেকিং নিউজ

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বিজিবি ৯ লক্ষ টাকার মালামাল জব্দ করেছে

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, January 22, 2023
  • 66 দেখা হয়েছে

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:

বিজিবি সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন সদর কর্তৃক টাক্সফোর্সের মাধ্যমে ২১ জানুয়ারি সুনামগঞ্জ সদর উপজেলাধীন সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের মল্লিকপুর নামক স্থানে (ব্যাটালিয়ন সদরের ১নং জিপি গেইট সংলগ্ন) টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ১ জন আসামীসহ ভারতীয় থান কাপড়-৫৬ পিস, শাড়ী-৩০ পিস, হরলিক্স-২৮৪ পিস, বিভিন্ন প্রকার তৈল-১,৭০৪ পিস এবং চকলেট-১,৯১৪ পিস আটক করে, যার আনুমানিক মূল্য ৬,লক্ষ১৫ হাজার,৩৭০ টাকা।

চিনাকান্দি বিওপির টহল দল ২২ জানুয়ারি বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের গামারীতলা নামক স্থান হতে ৫৮৫ কেজি ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ৫৮ হাজার,৫শ – টাকা।

লাউরগড় বিওপির টহল দল একই দিন তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের সাহিদাবাদ নামক স্থান হতে ৩,৫০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৭০, হাজার- টাকা।

চাঁনপুর বিওপির টহল দল ঐদিনই তাহিরপুর উপজেলাধীন ৪নং বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ৫,৬০০ পিস ভারতীয় বিড়ি আটক করে, যার আনুমানিক মূল্য ৯৫, হাজার ২শ- টাকা।

আটককৃত ভারতীয় চিনি, কয়লা ও বিড়ি শুল্ক কার্যালয় সুনামগঞ্জ এবং থান কাপড়, শাড়ী, হরলিক্স, বিভিন্ন প্রকার তৈল, চকলেট ও আসামী সুনামগঞ্জ সদর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102