April 27, 2024, 3:03 am
ব্রেকিং নিউজ

‘গ্রামের মেধাবীরা লেখাপড়ার পাশাপাশি পরিবারেও সহযোগিতা করে’

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, January 21, 2023
  • 63 দেখা হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি পরিবারেও সহযোগিতা করে। তারা মেধাবী হয় এবং টিউশনি করে নিজেদের লেখাপড়ার খরচ ও পরিবারের সহযোগিতা করে থাকে। গ্রামের ছেলেমেয়েরা এখন ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বড় বড় কর্মকর্তা হচ্ছে। শহরের ছেলে-মেয়েরা এখন পিছিয়ে পড়ছে।

শুকবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্দ্র-মল্লিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উসমান গনি কাজলের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আব্দুল হাই প্রিন্সের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ডা. মুসফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. আলী আশরাফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সহ-সভাপতি সুজিত চন্দ্র দেব, যুগ্ম সম্পাদক আব্দুছ ছামাদ আজাদ, সজল দাস, লুৎফুর রহমান চৌধুরী, সোহেব চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের মহালদার, ইউপি চেয়ারম্যান মানিক সরকার, মোস্তাফিজুর রহমান রিপন, মাহবুবুর রহমান নোমান চৌধুরী, মো. ওয়াহেদ আলী মাস্টার, মোহাম্মদ আলী, জাকির হোসেন পলাশ,সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির খান, মাওলানা তাজুল ইসলাম, আব্দুল মালেক মাস্টার, আব্দুর রউফ, মো. হাছান আলী, চুনারুঘাট প্রেস ক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকলীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শেখ জামাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান ছামী, সাধারণ সম্পাদক সায়েম তালুকদার প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের ৪ তলা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102