May 14, 2024, 1:20 pm
ব্রেকিং নিউজ

রাজশাহীতে ডেঙ্গিতে বৃদ্ধের মৃত্যু, চিকিৎসাধীন ৪১

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, November 3, 2022
  • 81 দেখা হয়েছে

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গি আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তির নাম মোশাররফ হোসেন (৭২)। তিনি গত ৩১ অক্টোবর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি পাবনা জেলায়। এ ছাড়া বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত মোশাররফ হোসেনের শরীরে আগেই ডেঙ্গি শনাক্ত হয়েছিল। পরে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন বৃহস্পতিবার ভোররাতে তার মৃত্যু হয়।

হাসপাতাল পরিচালক আরও বলেন, হঠাৎ করেই রামেক হাসপাতালে ডেঙ্গি রোগীর সংখ্যা বেড়ে গেছে। শুক্রবার ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে আরও ৬ জন ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ৪১ জন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102