May 14, 2024, 5:56 am
ব্রেকিং নিউজ

‘জাতীয় ৪ নেতা হত্যাকাণ্ডেও জিয়া জড়িত’

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, November 3, 2022
  • 86 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
৪৭ বছর আগে রাতের আঁধারে কারাগারে বন্দি করে জাতীয় চার নেতাকে হত্যা করে ঘাতকরা। ইতিহাসের নৃশংসতম দিনে ভোরের আলো ফুটতেই ধানমণ্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ফুল দেন আওয়ামী লীগ সভাপতি।

এ সময় বিএনপি হত্যা-ষড়যন্ত্রের রাজনীতির মূলহোতা উল্লেখ করে শেখ হাসিনার নেতৃত্বে হত্যা-সন্ত্রাস চিরতরে বন্ধের প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, দেশে হত্যা, সন্ত্রাস ও রাজনৈতিক ষড়যন্ত্রের মূলহোতা বিএনপি। আমরা আজ এই কথা বলতে চাই— রাজনীতিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে আমাদের চেতনায় লালন করি, পালন করি; এ জন্য আমাদের বাংলার হত্যার রাজনীতি শেখ হাসিনার নেতৃত্বে হত্যা, সন্ত্রাস চিরতরে বন্ধ করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, সেই ৭৫ সালের ১৫ আগস্ট দুনিয়ার ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল। বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যা। কয়েকটা পরিবারকে নিঃসঙ্গ করে দেওয়াই ছিল তাদের লক্ষ্য। সেদিন শেখ হাসিনা ও শেখ রেহানা ছিলেন বিদেশে। ১৫ আগস্টের ধারাবাহিকতায় ৩ নভেম্বর জেলের অভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল।

তিনি বলেন, এই হত্যার অপরাজনীতির ধারাবাহিকতায় ২০০৪ সালে সন্ত্রাসবিরোধী সমাবেশে ২৩টি তাজা প্রাণ রক্তাক্ত হয় বঙ্গবন্ধু এভিনিউয়ে। তাদের প্রধান টার্গেট ছিল তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে বনানী করবস্থানে ফুল দিয়ে জাতীয় নেতাদের স্মরণ করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। শ্রদ্ধা জানান ১৫ আগস্টের কালরাতে নিহতদের কবরেও।

পরে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেন, শুধু বঙ্গবন্ধু হত্যা নয়, জেলহত্যায়ও জড়িত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তার মতো বেগম জিয়াও করেছেন মানবাধিকারের চরম লঙ্ঘন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, শুধু বঙ্গবন্ধু হত্যা নয়, জাতীয় ৪ নেতা হত্যাকাণ্ডেও জিয়া জড়িত। ৩ নভেম্বরের হত্যাকাণ্ডের সময় জিয়া তখন কার্যত ক্ষমতায় ছিলেন।

তিনি বলেন, বাংলাদেশে চরম মানবাধিকার লংঘন করেন জিয়া, খালেদাও পরে সেটা অব্যাহত রাখেন।

পরে বনানী করবস্থানে ফুল দিয়ে জাতীয় ৪ নেতা ও ১৫ আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102