May 12, 2024, 5:53 pm
ব্রেকিং নিউজ

রংপুরে বিএনপি-আ.লীগের পালটাপালটি সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, October 28, 2022
  • 81 দেখা হয়েছে

রংপুর প্রতিনিধি:
বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশ ঘিরে উত্তপ্ত রংপুরের রাজনীতি। শুক্রবার নগরীতে পালটাপালটি সংবাদ সম্মেলন করেছে বিএনপি ও আওয়ামী লীগ। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার দুপুর ১২টায় নগরীর বেতপট্টিতে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে দলটির মহানগর কমিটির সভাপতি সাফিউর রহমান সফি আওয়ামী লীগ নেতাদের সাঁটানো বিলবোর্ডের ওপর বিএনপির গণসমাবেশের বিলবোর্ড সাঁটানোর অভিযোগ করেন।

তিনি বলেন, আমরা চাই বিএনপির গণসমাবেশ শান্তিপূর্ণ হোক কিন্তু বিএনপির লোকেরা পায়ে পা রেখে উসকানিমূলক পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছেন। এমন করলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আমরা খেয়াল করছি, নগরীর বিভিন্ন মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণা সংবলিত বিলবোর্ডের ওপর বিএনপির নেতারা তাদের গণসমাবেশের বিলবোর্ড সাঁটিয়েছেন। এটা অন্যায় এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কাজ। বিলবোর্ডের ওপর বিলবোর্ড সাঁটানোর মাধ্যমে বিএনপি উসকানি দিচ্ছে। আমরা চাই না রংপুরে কোনো বিশৃঙ্খলা হোক। একই সঙ্গে রংপুরে বিএনপি কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের বিলবোর্ডের উপর লাগানো বিলবোর্ড বিএনপি দ্রুত সরিয়ে না নিলে এজন্য কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হলে দায়ভার বিএনপিকেই নিতে হবে।

এ সময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশীদ, সাংগঠনিক সম্পাদক রুবেল, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম রাহেল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট বিভূতিভূষণ সরকার সুমন, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাজাদ আরমান, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি সাফিউর রহমান স্বাধীনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিকাল ৪টায় নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠের সমাবেশ স্থলে এক সংবাদ সম্মেলন করে বিএনপি।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, গণসমাবেশ ঠেকানো সম্ভব নয়। মানুষ সমাবেশে আসছে আর সরকার পরিবহণ মালিকদের দিয়ে ধর্মঘট করে আমাদের সমাবেশ থামানোর ব্যর্থ চেষ্টা করছে। এসব করে লাভ নেই বরং আগের তুলনায় আরও বেশি লোকসমাগম হবে।

তিনি বলেন, তারা তো মনে করেন গণতন্ত্র মানে শুধু আওয়ামী লীগ, শুধু তারাই গণতন্ত্রের ধারক; কিন্তু প্রকৃতপক্ষে আওয়ামী লীগই তো বাকশাল কায়েম করছে।

বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ বলেন, সমাবেশের জন্য নেতাকর্মীরা অমানবিক কষ্ট করেছেন। অথচ প্রশাসন এবং আওয়ামী লীগ হুমকি ধমকি দিচ্ছে। আজকে আওয়ামী লীগের স্থানীয় নেতারা সংবাদ সম্মেলন করে হুমকি দিচ্ছেন। আপনারা হুমকি ধমকি দেওয়ার কে? আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রশাসন পদক্ষেপ নেবে। তাছাড়া আপনাদের এ হুমকি ধমকিতে আমাদের নেতাকর্মীরা ভয় পায় না। তারা সমাবেশে আসবেন। এতে কোনো সন্দেহ নেই। আর যারা পরিবহণ ধর্মঘট দিয়েছে আমরা ক্ষমতায় এলে কড়ায় গণ্ডায় হিসাব নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গণসমাবেশ আয়োজন কমিটির সমন্বয়ক আসাদুল হাবিব দুলু, যুবদল সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, কৃষক দল সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রাজিব আহসান, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় সদস্য সাইফুর রহমান রানা, ফরহাদ হোসেন আজাদ, বিলকিস ইসলাম, অধ্যাপক আমিনুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামু, জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান, মহানগরের সদস্য সচিব মাহফুজ উন নবী ডনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102