May 14, 2024, 5:42 am
ব্রেকিং নিউজ

ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাবের সুমন সভাপতি সোহেল সম্পাদক

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, October 18, 2022
  • 72 দেখা হয়েছে

জমির হোসেন, ইতালি থেকে
ইতালির জলকন্যা খ্যাত ভেনিসে বসবাসকারী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাবের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১৬ অক্টোবার রোববার মেসত্রের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে দুপুর ১টা পর্যন্ত।

স্বচ্ছ ব্যালট বাক্সে গ্রহণ করা ভোটে যমুনা টিভি ও কালের কন্ঠ পত্রিকার ইতালি প্রতিনিধি জাকির হোসেন সুমন ১৮ ভোট পেয়ে আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সময় টিভির ভেনিস প্রতিনিধি মাকসুদ রহমান পেয়েছেন ১৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে বাংলাভিশনের ইতালি প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ সোহেল ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আরটিভির ইতালি প্রতিনিধি মোহাম্মদ আসলামউজ্জামান পেয়েছেন ১২ ভোট। অর্থসম্পাদক পদে একাত্তর টিভির সাবেক প্রতিনিধি জুম্মন অনিক বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট সিনিয়র সাংবাদিক পলাশ রহমানকে আহবায়ক, সোহানুর রহমান উজ্জলকে যুগ্ম আহবায়ক এবং নাজমুল হোসেনকে সদস্য সচিব করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি একটি সফল নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির প্রধান তিনটি পদ ঠিক করে দেয়।

প্রায় এক মাস যাবৎ ভেনিসের অভিবাসীপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত ছিল সাংবাদিকদের এ নির্বাচন।

ভোট চলাকালে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- কমিউনিটির সিনিয়র নেতারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো- শাজাহান কবির ইদ্রিস, নান্নু সরদার, আবদুল মান্নান, বিল্লাল হোসেন মেম্বর, আবদুল আজিজ সেলিম, সৈয়দ কামরুল সরোয়ার, জব্বার মাঝি, রিটন ঢালি, আমিনুল হাজারী, গোলাম মোস্তফা, শাহাদৎ হোসেন প্রমখ।

নির্বাচন শেষে আহবায়ক পলাশ রহমান ফলাফল ঘোষণা করেন এবং চার প্রার্থীই ফলাফল মেনে নেন। তারা বলিষ্ঠ কন্ঠে বলেন, সাংবাদিকরা যে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল তা আমরা একসাথে কাজের মাধ্যমে আগামীতেও প্রমাণ করব।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102