May 10, 2024, 2:03 pm
ব্রেকিং নিউজ

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, April 27, 2024
  • 30 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
মে মাসের ৯ থেকে ১১ তারিখের মধ্যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে। এই তিন দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি চাওয়া হয়েছে। তার সম্মতি পেলেই ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।এরই মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এ-সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

প্রাথমিকের সময় পরিবর্তন, ক্লাস চলবে ১১টা পর্যন্তপ্রাথমিকের সময় পরিবর্তন, ক্লাস চলবে ১১টা পর্যন্ত

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার শনিবার (২৭ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সাধারণত পরীক্ষা শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সে হিসাবে, মে মাসের ১১ তারিখের মধ্যে ফলাফল প্রকাশিত হওয়ার কথা।

গত ১৫ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধন করে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102