May 20, 2024, 8:43 am
ব্রেকিং নিউজ

ঘরের মাঠে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো ভারত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, May 9, 2024
  • 22 দেখা হয়েছে

সিলেট প্রতিনিধি:
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম চার ম্যাচ হারে সিরিজ আগেই হাতছাড়া হয়েছিল বাংলাদেশের মেয়েদের। হোয়াইটওয়াশ এড়াতে পঞ্চম ম্যাচে জয়ের ১৫৭ রানের টার্গেটে নেমে ২১ রানে হারে তারা। যার ফলে ঘরের মাঠে ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাঘিনিরা।

ভারতের দেওয়া ১৫৭ রানের টার্গেটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান করে বাংলাদেশ।
ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সেরে নিতে চাইছিল বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার পর ভারতের বিপক্ষে সিরিজ হেরে আত্মবিশ্বাস আবারও হারাল বাংলাদেশ।

বাংলাদেশের হলে রিতু মনি করেন সর্বোচ্চ ৩৭ রান। আর শরিফা খাতুন খেলেন ২৭ রানের ইনিংস।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন স্মৃতি মান্ধানা, দয়লান হেমলতা, হারমানপ্রিত কৌর ও রিচা ঘোষ। ২৫ রানে ওপেনিং জুটি ভাঙার পর দ্বিতীয় ও তৃতীয় উইকেট জুটিই মূলত ভারতকে এগিয়ে দেয়। সুলতানা খাতুনের বলে ফারিহা তৃষ্ণার হাতে ক্যাচ দিয়ে ১৪ রানে আউট হন শেফালি ভার্মা।

এরপর দ্বিতীয় উইকেটে মান্ধানা ও হেমলতার জুটি থেকে ভারত পায় ৩৭ রান। নাহিদা আক্তারের বলে ৩৩ রান করে আউট হন মান্ধানা। অধিনায়ক হারমানপ্রিতকে নিয়ে তৃতীয় উইকেটে ইনিংসের সবচেয়ে বড় ৬০ রানের জুটি গড়েন হেমালতা। ৩০ রানে হারমানপ্রিতকে থামান নাহিদা। খানিক পর রাবেয়া খানের বলে ৩৭ রান করে ফেরেন হেমলতাও।

তবে শেষদিকে রিচা ঘোষের ১৭ বলে ৩ চার ও এক ছক্কায় ২৮ রানের ইনিংসে ভারতের স্কোর দেড় শ ছাড়িয়ে যায়। সফরকারীদের কেবল পাঁচটি উইকেটই নিতে পারে বাংলাদেশ। দুটি করে উইকেট নিয়েছেন রাবেয়া খান ও নাহিদা আক্তার।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102