May 20, 2024, 9:27 am
ব্রেকিং নিউজ

খুলনা দিঘলিয়ায় বিস্কুটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের মামলা, গ্রেফতার ১

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, May 9, 2024
  • 20 দেখা হয়েছে

 

ইমরান মোল্লা

খুলনার দিঘলিয়ায় বিস্কুটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের মামলায় হারুন শেখ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের শিকার হয়েছে বলে থানায় অভিযোগ করেছে তার স্বজনরা।

আজ বৃহস্পতিবার (৯ মে) বিবৃতিতে পুলিশ জানায়, শিশুটির বাবা দরিদ্র দিনমজুর। দিঘলিয়ায় নানা-নানীর কাছে থেকে লেখাপড়া করতো। বাড়ির কাছেরই এক শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেনীর শিক্ষার্থী। বুধবার বিকেল ৫টার দিকে ৬ বছরের শিশুটিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে নেয় প্রতিবেশী হারুন। বাড়িতে ফিরলে অসুস্থবোধ করে শিশুটি। পরে নানীকে দেয় ঘটনার বর্ণনা।

পুলিশ আরও জানায়, শিশুটি বেশি অসুস্থ হলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে নেয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। বিষয়টি জানাজানি হলে রাত ৯টার দিকে অভিযুক্ত হারুন শেখকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে জনতা।
কেএমপি’তে কনস্টেবল ও নায়েকদের “দক্ষতা উন্নয়ন কোর্স” প্রশিক্ষণ ১৬ তম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি:
খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সের প্রশিক্ষণ ভেন্যুতে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরার আয়োজনে এক সপ্তাহ মেয়াদী কনস্টেবল ও নায়েকদের “দক্ষতা উন্নয়ন কোর্স” এর ১৬ তম ব্যাচের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণের কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ ০৯ মে বৃহসস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয় প্রশিক্ষণার্থীদের মাঝে এক সপ্তাহ মেয়াদী “দক্ষতা উন্নয়ন কোর্স” এর ১৬ তম ব্যাচের প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করেন।

উক্ত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা; সহকারী পুলিশ কমিশনার (আরও)মোঃ আজম খান-সহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102