April 27, 2024, 8:44 am
ব্রেকিং নিউজ

কবিতা: সোনার বাংলাদেশ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, March 19, 2024
  • 111 দেখা হয়েছে

               সোনার বাংলাদেশ

খান মোঃ ইবতেসাম নিরব

এক সময়ে এই ভূমি ছিল
বাঙালিদের আবাস,
পাকিস্তানিরা অত্যাচার করে
ছিনিয়ে নিয়েছে এই বীর নিবাস।

ধীরে ধীরে তেয়ে আসে
পাকিস্তানী বাহিনীর অত্যাচার অবিরাম,
বঙ্গবন্ধু ঘোষণা করেন
মুক্তির স্বাধীনতা সংগ্রাম।

হাজার-হাজার লক্ষ-লক্ষ
মানুষ হারায় জীবন,
তাদের এই বলিদান
সফল হবে কখন।

বাড়ির লোক যুদ্ধে গেলে
ফিরবে কিনা জানি,
তাদের চিন্তায় মগ্ন থেকে
ভাবতামনা আর কিছুখানি।

যুদ্ধ চলে মানুষ মরে
কি হলো এর শেষ পরিণাম
বিজয় হলে শুনা যায়
দেশে দেশে সুনাম।

বঙ্গবন্ধুর জন্ম না হলে
পেতাম না এই স্বাধীন দেশ,
যুদ্ধ শেষে বিজয় হলে
নাম হয় সোনার বাংলাদেশ।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102