May 4, 2024, 7:38 am
ব্রেকিং নিউজ

বরিশালে বেইলি ব্রিজ ধসে ট্রাক খালে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, March 3, 2024
  • 59 দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি:
বরিশাল-ভোলা মহাসড়কের বরিশাল সদর উপজেলার স্লুইচগেট এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙে মালবাহী একটি ট্রাক খালে পড়ে গেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনার পর থেকে বরিশালের সঙ্গে ভোলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

তবে আগামীকাল সোমবার বিকেলের মধ্যে বিকল্প ব্যবস্থায় ওই এলাকায় যান চলাচলের ব্যবস্থা করার কথা জানিয়েছেন বরিশাল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন।
বরিশাল সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, চরকাউয়া থেকে ভোলা সড়কের ১৩তম কিলোমিটারে স্লুইচ গেট এলাকায় একটি সরু কালভার্ট ভেঙে সেখানে ১২ মিটার দীর্ঘ যুগোপযোগী কালভার্ট নির্মাণ করা হচ্ছে। ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে কালভার্ট নির্মাণের কাজ প্রায় ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। কালভার্ট নির্মাণকালে যানবাহন চলাচল সচল রাখতে পাশে স্টিল অবকাঠামো দিয়ে একটি বেইলি ব্রিজ নির্মাণ করে দেওয়া হয়। শনিবার রাত ২টার দিকে অতিরিক্ত লৌহজাত পণ্য বোঝাই একটি ট্রাক বেইলি ব্রিজ পার হওয়ার সময় ব্রিজটি ধসে পড়ে। রেলিং ভেঙে ট্রাকটি খালে উল্টে পড়ে। এরপর থেকে ওই এলাকায় সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বরিশাল ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মাসুম খন্দকার জানান, বেইলি ব্রিজ ধসে পড়ার কারণে বরিশালসহ সারা দেশের সঙ্গে ভোলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মানুষজন বিকল্প ব্যবস্থায় ওই এলাকা দিয়ে চলাচল করলেও বহু যানবাহন ব্রিজের দুই পাশে আটকা পড়েছে।

বরিশাল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, একটা বেইলি ব্রিজের উপর দিয়ে ৫ থেকে ৭ টনের বেশি পণ্য পরিবহন করা উচিত নয়। ওই ট্রাকটি প্রায় ৩০ টন লৌহজাত পণ্য নিয়ে বেইলি ব্রিজ পার হচ্ছিল। অতিরিক্ত চাপে বেইলি ব্রিজটি ধসে পড়ে। ট্রাকটি রেলিং ভেঙে খালে উল্টে পড়ে। সোমবার বিকেলের মধ্যে ওই পয়েন্ট দিয়ে মহাসড়কে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102