May 4, 2024, 3:06 am
ব্রেকিং নিউজ

ময়মনসিংহে দুর্ঘটনায় নিহত ৬ জনের পরিচয় মিলেছে, তদন্ত কমিটি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, February 16, 2024
  • 54 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিকশাকে বাসের ধাক্কা দেওয়ার ঘটনায় নিহত সাতজনের মধ্যে এক পরিবারের তিনজনসহ ছয়জনের পরিচয় মিলেছে। তবে এখনও অজ্ঞাত রয়েছে একজনের নাম-পরিচয়।

এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের পাশাপাশি নিহত সাতজনের দাফন-কাফনের জন্য ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে এই আর্থিক সহযোগিতা ঘোষণা করেন জেলা প্রশাসক (ডিসি) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, নিহতদের দাফন-কাফনের জন্য প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। সেইসঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে এই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।

নিহতরা হলেন ফুলপুর উপজেলার চর আশাবট গ্রামের বাবলু আহমেদ (৫৫), স্ত্রী শীলা আক্তার (৪০) ও ছেলে সাদমান আহমেদ (১০), সিএনজিচালক ফুলপুর উপজেলার দিও গ্রামের আল আমিন (২৫), ধোবাউড়া উপজেলার উত্তর ডোমঘাটা গ্রামের গোলাম মোস্তফা (৫০), ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের আব্দুল বারেক মণ্ডল (৪৮) এবং অজ্ঞাত আরও একজন।

কোতোয়ালি মডেল থানার কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, দুপুর সাড়ে ১১টার দিকে যাত্রীবাহী একটি সিএনজি ফুলপুর থেকে ময়মনসিংহ যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী একটি বাস সামনে থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিচালকসহ সবাই ঘটনাস্থলেই মারা যান।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102