May 3, 2024, 6:00 pm
ব্রেকিং নিউজ

দুই পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করলেন মেম্বার!

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, April 22, 2024
  • 26 দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি
ছেলের সঙ্গে বিরোধকে কেন্দ্র করে ২ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের (৪, ৫ ও ৬নং ওয়ার্ড) সদস্য মোছা. হোসনে আরা বেগম। এতে ওই ২ পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হতে পারছে না।

এ ঘটনায় প্রতিকার চেয়ে রোববার উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে মোছা. হোসনে আরা বেগম এ প্রতিনিধিকে জানান, তার ছেলেকে প্রতিপক্ষের লোকজন মোবাইল চোর আখ্যা দিয়ে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে। যে কারণে তারা তাদের জমিতে বেড়া দিয়েছেন। এটা তাদের কোনো পথ না।

অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, রামগোপালপুর ইউনিয়নের বেরাটী গ্রামের মৃত আব্দুলের পুত্র মো. সুরুজ আলী ও তার ভাই মো. চাঁন মিয়ার পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারছে না।

মো. সুরুজ আলী জানান, তার ছেলে মো. কাউসার মিয়া গার্মেন্টসে চাকরি করেন। সেখানে মহিলা মেম্বার হোসনে আরা বেগমের পুত্র রানা মিয়াও চাকরিতে যান। ওখান থেকে রানা মিয়া মোবাইল নিয়ে আসেন এবং দোকানে বকেয়া রেখে চলে আসায় আমার ছেলে ও আমার ছেলের সঙ্গে যারা চাকরি করেন তাদের সেখানে আটকিয়ে রাখে। ওখানে চুরি যাওয়া মোবাইলটাও রানার কাছে রয়েছে। এসব ঘটনায় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। এতেই ক্ষিপ্ত হয়ে আমাদের বাড়ির চারপাশের সব রাস্তায় বাঁশের খুঁটি ও বেড়া দিয়ে আটকিয়ে দিয়েছেন মহিলা মেম্বার মোছা. হোসনে আরা বেগম ও তার স্বামী মো. কাজিম উদ্দিন। ফলে প্রায় ২ মাস যাবত আমরা বন্দি অবস্থায় দিনযাপন করছি। বিভিন্ন বাড়ির ভিতর দিয়ে, ফসলি জমির আইল দিয়ে হেঁটে যেতে হচ্ছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102