September 19, 2024, 2:09 am
ব্রেকিং নিউজ

বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতিসহ গ্ৰেফতার ২

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, November 15, 2023
  • 73 দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি:
নির্বাচনি তফশিল ঘোষণার পর বরিশাল-ঢাকা রুটের লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতা পরিকল্পনার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার দুজনের মধ্যে একজন হলেন বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম ওরফে রনি (৩৬)। অন্য আরেকজন তার সহযোগী আবির (২৭)।

বুধবার দুপুর ১২টায় বরিশাল র‌্যাব ৮-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনি তফশিল ঘোষণার পর বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করা হয়। এই পরিকল্পনার অন্যতম হোতা বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি। তার বিরুদ্ধে অগ্নিসংযোগসহ বিভিন্ন আইনে ৮-১০টি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, তারা সাধারণ মানুষের ব্যক্তিগত গাড়িতে অগ্নিসংযোগসহ জানমালের ক্ষতি করে তা ভিডিও করে নেতাদের পাঠিয়ে দিত, যা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ছাড়া বরিশাল-ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগের একটি কল রেকর্ডও ভাইরাল হয়েছে।

কমান্ডার মঈন আরও বলেন, গত ২৮ অক্টোবর ও পরবর্তীতে রাজধানী ঢাকা ও বরিশালের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার অন্যতম নির্দেশদাতাও বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম। ওই মামলা বরিশাল নগরী থেকে তাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102