May 18, 2024, 12:00 pm
ব্রেকিং নিউজ

ভোলায় পুকুরে মিললো নিষিদ্ধ ২টি সাকার মাছ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, March 31, 2023
  • 78 দেখা হয়েছে

ভোলা ( বরিশাল) প্রতিনিধি:

ভোলা জেলা সদর উপজেলাধীন ৯নং চরসামাইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মসজিদ মার্কেট নামক এলাকার রঞ্জনআলী বেপারি বাড়ির পুকুরে মিললো ‘সাকার মাউথ ক্যাটফিশ’ নামক দেখতে ভয়ংকর রাক্ষুসে দুটি মাছ। মাছ দুটি একনজর দেখতে ভিড় জমেছে ওই এলাকায়।

শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭ টায় ওই পুকুরে মাছ দুটো পাওয়া যায়।

অংশীদারি এ পুকুরের মালিক আবুল কালাম,আ.রহিম,সিরাজ,মো,ইউনুস গংরা জানান,পুকুর সেচে মাছ ধরার উদ্দেশ্যে আজ সকালে পুকুরে পানির পাম্প স্থাপন করা হয়েছে সন্ধ্যা নাগাদ পুকুরের পানি সেচা সম্পুর্ণ হয়। মাছ ধরার এক পর্যায়ে এ অন্যান্য মাছের সাথে এ দুটি সাকার মাছ পুকুরে দেখতে পাই।এগুলো কিভাবে পুকুরে আসলো সেটা আমরা জানি না।

মাছগুলো আমরা ধরে বালতিতে করে পুকুরের পাড়ে তুললে মুহুর্তেই খবরটি এলাকায় জানাজানি হলে মাছগুলোকে একনজর দেখতে দূর দুরান্ত থেকে মানুষ এসে ভিড় জমিয়েছে।

এদিকে উৎসুক অনেকেই মাছগুলোকে ক্যামেরাবন্দী করতে প্রতিযোগিতায় নেমেছে।

স্থানীয় বাসিন্দা মো,ইয়াকুব আলী বলেন, সাধারণত এ মাছগুলো আমরা শোভাবর্ধনের জন্য এই মাছ অ্যাকুরিয়ামে আয়নাবন্দী অবস্থায় দেখি,এখন সরাসরি দেখলাম,দেখতে অনেক ভয়ংকর।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন, পুকুরে যে মাছগুলো পাওয়া গেছে এগুলোকে সাকার মাউথ ক্যাটফিশ বলে অভিহিত করা হয়। সাকার ফিশ মাছ নিষিদ্ধ করেছে সরকার।

সাকার ফিশ বা সাকার মাছ পুকুরের অন্য মাছগুলো খুব দ্রুত খেয়ে ফেলে।

তিনি আরো বলেন জেলা মৎস্য-চাষীদের প্রতি আমাদের আহ্বান রইলো পুকুর জলাশয় কিংবা নদীতে এ মাছ পাওয়া গেলে এ মাছকে যেন ধ্বংস করা হয়।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102