April 26, 2024, 4:00 am
ব্রেকিং নিউজ

ফারুকীর মুখে হাসি, ২৬ মার্চকে ইঙ্গিত করলেন নির্মাতা!

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, March 16, 2023
  • 64 দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:
দেশের আগে বিদেশে মুক্তির মধ্য দিয়ে বিরল ইতিহাসের জন্ম দিলো আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’। গেলো ১০ মার্চ থেকে উত্তর আমেরিকার দুই দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার ৭১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ছবিটি। সেখানে অবস্থানরত প্রবাসী বাঙালিরা এটি দেখছেন এবং নিজেদের ভালোলাগার কথা জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।

এসব দেখে দেশের দর্শকের আক্ষেপ যেন আরও বেড়ে গেলো। কারণ দীর্ঘ চার বছর ধরেই তারা এই ছবি দেখার অপেক্ষায়। কিন্তু সেন্সর জটিলতায় সেই অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েই চলেছে।

তবে এবার হয়ত আক্ষেপের অবসান ঘটতে যাচ্ছে। আশাভরা মন নিয়ে যেন তেমন ইঙ্গিতই করলেন ‘শনিবার বিকেল’ নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এক সাক্ষাৎকারে যুক্ত হয়ে নিউইয়র্ক থেকে তিনি বললেন, ‘আমি স্বপ্ন দেখতে চাই, ২৬ মার্চ বাংলাদেশের মানুষ ছবিটা দেখবে। যদি তাই হয়, তাহলে আমি হবো সবচেয়ে সুখী মানুষ। আমার প্রযোজক আজিজ ভাই (জাজ কর্ণধার) ইতোমধ্যেই একটা ট্রেলার প্রস্তুত করেছেন বাংলাদেশের রিলিজের জন্য।’

যদিও ফারুকী স্পষ্টত কিছু বলেননি। কিন্তু কথার শেষে তার হাসি যেন অন্ধকার পেরিয়ে আলোর দিকেই নিশানা করছে! উত্তর আমেরিকার পর আর কোন দেশে ‘শনিবার বিকেল’ মুক্তি পাবে, কিংবা দেশের মানুষ কবে নাগাদ ছবিটা দেখতে পাবে? এমন প্রশ্নের জবাবে ফারুকী বলেন, ‘এরপরে মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইন্ডিয়ায় মুক্তি পাবে। কিন্তু আমি একটা আশার কথা বলতে চাই; আমি এখনও বিশ্বাস করতে চাই, সরকারের মধ্যে কারও না কারোর মাথায় এই শুভ বুদ্ধির উদয় ঘটবে যে, ছবিটা আটকানোর মাধ্যমে ভয়ংকর খারাপ কাজ হচ্ছে, ভয়ংকর অন্যায় হচ্ছে। এবং এর মাধ্যমে সরকার কিছুই অর্জন করছে না।’

ফারুকী জানালেন, দেশে মুক্তির জন্য ছবিটির নতুন একটি ট্রেলার প্রস্তুত করেছে এর অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। কিছুদিন আগে প্রকাশ হওয়া ট্রেলারটিকে ‘নিরীহ’ মনে করলেও আজিজের বানানো নতুন ট্রেলারকে ‘মারদাঙ্গা’ আখ্যা দিলেন নির্মাতা।

যদিও এখনও সরকারের পক্ষ থেকে কোনও সবুজ সংকেত আসেনি। তবে মিরাকলে বিশ্বাস করেন ফারুকী। তার ভাষ্য, ‘আশা করি ২৬ মার্চ ছবিটা মুক্তি পাবে। কিন্তু আমি আসলে জানি না। দর্শক ধরে নেবেন না যে, ২৬ মার্চেই মুক্তি পাবে। কিন্তু বলা যায় না, মিরাকল ঘটে এবং ঘটতেও পারে!’

স্বাধীনতা দিবসের বাকি আর ১০ দিন। যেহেতু ‘শনিবার বিকেল’র সেন্সরে ও আপিল কমিটিতে প্রদর্শনী শেষ, সুতরাং মন্ত্রণালয় তথা সরকারি সিদ্ধান্ত আসার জন্য এই ১০ দিন লম্বা সময়। এখন দেখার পালা, ফারুকীর প্রত্যাশার সঙ্গে সরকারের সিদ্ধান্তের সমীকরণ মেলে কিনা।

উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’। এতে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, নাদের চৌধুরী, ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ভারতের পরমব্রত চ্যাটার্জি প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং জার্মানির ট্যান্ডেম প্রোডাকশন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102