May 4, 2024, 12:51 pm
ব্রেকিং নিউজ

মার্চ মাসজুড়ে রাজপথে থাকবে বরিশাল আওয়ামী লীগ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, March 3, 2023
  • 69 দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি:

৬টি বিশেষ দিবস সামনে রেখে মার্চ মাসব্যাপী ব্যস্ত সময় কাটাবে বরিশাল মহানগর আওয়ামী লীগ। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, ২৪ মার্চ বঙ্গবন্ধুর বোন আমেনা বেগমের মৃত্যুবার্ষিকী, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৮ মার্চ জাতীর জনকের ভগ্নিপতি ১৫ আগস্টের শহীদ আবদুর রব সেরনিয়াবাতের জন্মদিন পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ১৭ মার্চ বিশাল সাইকেল র‌্যালীসহ দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে নগরীর কালীবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে মহানগর আওয়ামী লীগের এক প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত হয়। মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রস্তুতি সভায় সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ মহানগরীর ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক এবং দলীয় ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়ত উদ্দিন সুমন সেরনিয়াবাত জানান, বর্তমান মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন জাতীয় দিবস ব্যাপকভাবে পালনের সংস্কৃতি চালু করেছেন। এই ধারাবাহিকতায় আগামী ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ব্যাপকভাবে প্রচারের সিদ্ধান্ত হয়েছে। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসেও দিনভর নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওইদিন সিটি মেয়রের নেতৃত্বে নগরীতে একটি বিশাল বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হবে। ২৪ মার্চ বঙ্গবন্ধুর বোন, শহীদ আবদুর রব সেরনিয়াবাতের স্ত্রী এবং জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র মা আমেনা বেগমের মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া মোনাজাতসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাছাড়া ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৮ মার্চ জাতীর জনকের ভগ্নিপতি ১৫ আগস্টের শহীদ আবদুর রব সেরনিয়াবাতের জন্মদিন পালনের সিদ্ধান্ত হয়েছে ওই সভায়।

মার্চের প্রস্তুতি ছাড়াও সভায় আগামী সিটি করপোরেশন ও জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের নানা দিকনির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের চাঙ্গা রাখতে নানামুখি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জাতীয়, স্থানীয় ও দলীয় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তাদের উজ্বীবিত রাখা হচ্ছে। এর অংশ হিসেবে মার্চব্যাপী ৬টি বড় কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা রাজপথে থাকবেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102