May 10, 2024, 2:01 am
ব্রেকিং নিউজ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির তালিকায় এবার নতুন করে যুক্ত হলো গরুর মাংসের

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, March 1, 2023
  • 89 দেখা হয়েছে

ইমরান মোল্লা স্টাফ রিপোর্টার

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির তালিকায় এবার নতুন করে যুক্ত হলো গরুর মাংসের নাম। প্রতি কেজিতে বেড়েছে ১০০ টাকা।

নগরীর কয়েকটি বাজার ঘুরে জানা গেছে, গরুর মাংস প্রতিকেজি ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহেও বিক্রি হয়েছে ৬৫০ টাকায়।

নগরীর দৌলতপুর জাবেদ আলী মাংস বিক্রেতা জানান, ভারত থেকে দেশে গরুর আমদানি কমে গেছে। দেশে গরুর পরিমাণ খুব কম। যা হাটে আসে তার থেকে কসাইয়ের সংখ্যা বেশী থাকে। ফলে গরুর দাম বেড়েছে।

টুটপাড়া এলাকার কসাই সালাম জানান, “পরিবহন খরচ বেড়ে গেছে। গরুর খাবারের দাম অস্বাভাবিক। তাই এ দামে বিক্রি না করে আর কোন উপায় নেই।”

কথা হয় ক্রেতা আলমগীর হোসেনের সাথে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে চরম অস্বস্তিতে পড়েছেন। করোনার পর আয় বাড়েনি তার। কিন্তু বেড়েছে বাড়ি ভাড়া, পরিবহন খরচ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। তাই আয়ের সাথে ব্যয়ের কোন সামঞ্জস্য তিনি খুঁজে পাচ্ছে না।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102