May 10, 2024, 2:57 am
ব্রেকিং নিউজ

বাংলাদেশে বইমেলায় এবার ৪৭ কোটি টাকার বই বিক্রি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, February 28, 2023
  • 71 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:

এবারের বাংলাদেশে অমর একুশে বইমেলায় ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন মেলা আয়োজক কমিটির সদস্য সচিব মুজাহিদুল ইসলাম।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

মুজাহিদুল ইসলাম জানান, ‘এবারের বইমেলায় বাংলা একাডেমি ২৭ দিনে ১ কোটি ২৪ লাখ টাকার বই বিক্রি করেছে। আর পুরো বইমেলার প্রাপ্ত তথ্য অনুযায়ী ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। তবে, এটা প্রকৃত চিত্র বলা যাবে না। কারণ অনেক প্যাভিলিয়ন তাদের বিক্রির তথ্য দেয়নি। আবার অনেক প্যাভিলিয়নের বই বিক্রির তথ্য গ্রহণযোগ্য মনে হয়নি।’

এবারের বইমেলায়ও ২৫ শতাংশ ছাড়ে বই বিক্রি হয়েছে বলেও জানান মেলার সদস্য সচিব।

তিনি আরও বলেন, ‘বইমেলায় তথ্যকেন্দ্রের তথ্য অনুযায়ী- ৩ হাজার ৭৫০ টি নতুন বই প্রকাশিত হয়েছে। এর বাইরেও নতুন বই প্রকাশিত হয়েছে, যার তথ্য কেন্দ্রে আসেনি। আর গতবার মেলায় ৩ হাজার ৪১৬ টি নতুন বই প্রকাশিত হয়েছিলো।’

মুজাহিদুল ইসলাম বলেন, ‘আর্চওয়ে হিসেব অনুযায়ী- এবারের বইমেলায় ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দর্শনার্থী এসেছে ৬৩ লাখ ৫৩ হাজার ৪৩৬ জন।’

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102