May 18, 2024, 12:31 pm
ব্রেকিং নিউজ

বরিশাল বার নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, February 6, 2023
  • 74 দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি:

আগামী ৯ ফেব্রুয়ারি বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণায় ব্যস্ত তিন প্রতিদ্বন্দ্বী প্যানেল।প্রার্থীদের সমর্থনে সোমবার আদালত চত্বরে মিছিল করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। অপরদিকে আদালত চত্বরে প্রচারণা চালিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতি।
এদিকে, নির্বাচনে সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা।

আগামী ৯ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি, সম্পাদক, ২ সহ-সভাপতি, ২ যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক এবং নির্বাহী সদস্যের ৪টি সহ কার্যকরী কমিটির মোট ১১ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নিতে সব পদে প্রার্থী দিয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামও সব পদে প্রার্থী দিয়েছে। অপরদিকে গণতান্ত্রিক আইনজীবী সমিতি সভাপতি পদে একক প্রার্থী দিয়েছে।

তফসিল ঘোষণার পর থেকেই এই নির্বাচনে কারচুপির আশঙ্কা করছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তাদের দাবি গঠনতন্ত্র সংশোধন করে এক তরফা ভোটের পরিবেশ সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা।

এদিকে, প্রার্থীদের সমর্থনে দুপুরে আদালত চত্বরে মিছিল করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। এ সময় স্বাধীন বিচার ব্যবস্থা অক্ষুন্ন রাখতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান তারা।

এবার জেলা আইনজীবী সমিতি নির্বাচনে মোট ভোটার ৮৯৬ জন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102