April 25, 2024, 11:59 pm
ব্রেকিং নিউজ

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, January 26, 2023
  • 64 দেখা হয়েছে

দিনাজপুর প্রতিনিধি :

ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস ও সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা দুদিন আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। কারণ ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস হওয়ায় সে দেশে সরকারি ছুটি থাকায় ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে আমদানি-রপ্তানি কার্যক্রম সকাল থেকে বন্ধ রয়েছে এবং আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এই দুদিন বন্ধ থাকবে কার্যক্রম। আগামী শনিবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102