April 26, 2024, 4:51 pm
ব্রেকিং নিউজ

চট্টগ্রামে ২লক্ষপিচ ইয়াবাসহ ৫জনকে গ্রেফতার করেছে র্যাব-৭

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, January 26, 2023
  • 108 দেখা হয়েছে

হায়দার আলী (স্টাফ রিপোর্টার) চট্টগ্রাম:

সমুদ্র পথে চট্টগ্রামে প্রবেশের সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের বদর খালীতে অভিযান চালিয়ে মঘনামা ঘাট সংলগ্ন এলাকায় একটি ফিশিং বোট থেকে ২ লক্ষ পিস ইয়াবাসহ ৫জনকে গ্রেফতার করেছে র্যাব-৭। এসময় ফিশিং বোটটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নুরুল আবছার (৩২), মোঃ মেহের আলী (৩৯), আবদুল হামিদ (৩৭), মোঃ কালু (২৩) ও নুর হোসেন (৩৩)। এদের মধ্যে নুরুল আবছার হলেন- কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার সিকদার পাড়া এলাকার মোঃ ছবির আলমের ছেলে, মেহের আলী হলেন- কক্সবাজার সদর থানার কুতুবদিয়া পাড়ার মৃত জামাল উদ্দিনের ছেলে, আবদুল হামিদ হলেন- একই থানার উত্তর কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলামেরছেলে, মোঃ কালু হলেন- একই পাড়ার জামাল উদ্দিনের ছেলে, এবং নুর হোসেন হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আবু তাহেরের ছেলে।

২৬ জানুয়ারী (বৃহস্পতিবার) ভোর সাড়ে ৪টার দিকে র্যাব-৭, চট্টগ্রামের অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে সমুদ্র পথে কক্সবাজারের পেকুয়া বদর খালী হয়ে মঘনামা লঞ্চঘাট এলাকা দিয়ে একটি ফিশিং বোট চট্টগ্রামের দিকে প্রবেশের সময় বোটটি জব্দ করা হয়। বোটটি তল্লাশি চালিয়ে বোটের ভিতর রাখা মাছের নিচে সাদা পলিথিন ব্যাগ মোড়ানো অবস্থা থেকে ২লক্ষপিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় বোটে থাকা ৫জন মাদক পাচারকারিকে গ্রেফতার করে র্যাব-৭। উদ্ধারকৃত এসব ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ছয় কোটি টাকা।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়া চলছে।”

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102