April 26, 2024, 4:06 pm
ব্রেকিং নিউজ

সুষ্ঠ ব্যবস্থাপনায় হকারদের জন্য জাতীয় নীতিমালা প্রনয়ন করা হবে: মেয়র তাপস

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, January 26, 2023
  • 65 দেখা হয়েছে

 

এম আব্দুল লতিফ সিদ্দিকী।।

২৬ জানুয়ারি ঢাকা মহানগর নাট্যমঞ্চে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কে এক সংবর্ধনা দেওয়া হয়েছে।বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ আয়োজিত সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য জননেতা রাশেদ খান মেনন। বিশেষ অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ভারতের ন্যাশনাল ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রী শক্তিমান ঘোষ, জাতীয় সমাজতান্ত্রিক দলের সহ-সভাপতি মীর হোসেন আক্তার। অনুষ্ঠানটি পরিচালনা করেন হকার সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হারুন উর রশিদ।

সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নুর তাপস বলেন, আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ী হকারদের সুষ্ঠ ব্যবস্থাপনার জন্য নীতিমালা প্রণয়ন করা হবে। ঢাকা শহরকে ৩ ভাগে বিভক্ত করে হকারদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। রেড অঞ্চলে হকাররা বসতে পারবেন না। হলুদ অঞ্চলে বিশেষ বিশেষ সময়ে তারা বসতে পারবেন এবং সবুজ এলাকায় হকাররা সার্বক্ষনিক ব্যবসা চালিয়ে যেতে পারবেন। তিনি বলেন, সিটি কর্পোরেশন হকারদের কাছ থেকে কোন অর্থ আদায় করে না। কোন ব্যক্তি যদি হকারদের কাছ থেকে কোন অর্থ আদায় করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন হানিফ ফ্লাইওভার ও বঙ্গ ভবন থেকে জিরো পয়েন্ট এই দুই রাস্তায় কোন হকারদের বসতে দেয়া হবে না। তবে এখানকার হকারদেরকে তিনি ঢাকা শহরের প্রাণকেন্দ্রেই পুনর্বাসনের ব্যবস্থা করবেন। এ ব্যাপারে তিনি হকারদের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রধান অতিথির ভাষণে জননেতা রাশেক খান মেনন এমপি বলেন, ঢাকা-৮ নির্বাচনী সংসদীয় আসনে আমি নির্বাচিত সংসদ সদস্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে আমার আসনে সর্বাধিক হকার রয়েছে। হকারদের ভোটেই আমরা নির্বাচিত হয়েছি। ফলে হকারদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। হকাররা যাতে নিরাপদে ব্যবসা চালিয়ে যেতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা করা আমাদের দায়িত্বের মধ্যে পরে। এ ব্যাপারে তিনি ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করলে তার সর্বাত্মক সমর্থন থাকবে।
বিশেষ অতিথির ভাষণে বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী মোঃ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, এক শ্রেণীর লাইনম্যানধারী লোকেরা হকারদের উপর জুলুম-নির্যাতন চালায়। এ কাজে নগর ভবনের কতিপয় দুর্নীতি পরায়ন কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা যুক্ত রয়েছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, হকাররা সব সময়ই নৌকার পক্ষে ভোট দিয়েছেন, ভবিষ্যতেও দিবেন। তাই হকারদের ভালো-মন্দ দেখার দায়িত্ব আওয়ামী লীগ তথা সিটি কর্পোরেশন ও সরকারের। এ ব্যাপারে তিনি মেয়রকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়র্ড কাউন্সিলর এনামুল হক আবুল, হকার সংগ্রাম পরিষদের নেতা কামাল সিদ্দিকী, আবুল কালাম জুয়েল, সাইজুদ্দিন মিয়া, আব্দুল মন্নান, এম এ খায়ের, শফিকুল ইসলাম বাবুল, মুশফিকুর রহমান শিমুল, সেকান্দার হায়াৎ, নজরুল ইসলাম নসু, আজিজা সুলতানা, খায়রুল বাশার, বিউটি বেগম, বাদল মিয়া, কামাল হোসেন প্রমুখ।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102