May 16, 2024, 11:26 am
ব্রেকিং নিউজ

বরিশালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, December 16, 2022
  • 71 দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি:
জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে মহান বিজয় দিবস পালিত হয়েছে।দিনভর নানা কর্মসূচি পালন করেছেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সব শ্রেণিপেশার মানুষ।শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দল নগরীতে বিজয় র‌্যালি করেছে।

পুলিশ লাইনসে সূর্যোদয়ের সময় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু উদ্যানে শিশু-কিশোরদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে সকালে প্রথম পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ। এরপর শ্রদ্ধা জানান, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি এসএম আখতারুজ্জামান, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র পক্ষে প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন প্রমুখ।

শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও সদস্য এবায়দুল হক চান, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, জেলা বিএনপির (দক্ষিণ) সদস্য সচিব আবুল কালাম শাহিন, জেলা বিএনপির (উত্তর) আহ্বায়ক মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল।

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিমের পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান খান মামুন, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিলর মোহাম্মদ ফরিদ, ০৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আবদুল্লাহ জিন্নাহ। তারা নগরীর বঙ্গবন্ধুর ম্যুরালে এ শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া আওয়ামী লীগ ও বিএনপিসহ রাজনৈতিক দলগুলো পুষ্পার্ঘ্য অর্পণের আগে ও পরে নগরীতে শোভাযাত্রা বের করে। এছাড়া জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, কমিউনিস্ট পার্টি, ন্যাপ, বাসদ, এনপিপি, কৃষক ফেডারেশনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোভাযাত্রা করে শহীদ বেদীতে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

এছাড়া জেলা পরিষদ, শিক্ষা বোর্ড, সরকারি বিএম কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি আলেকান্দা কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা।

বরিশাল বিশ্ববিদ্যালয়েও দিবসটি উপলক্ষ্যে বিজয় র‌্যালি ও কুচকাওয়াজ অনুষ্ঠান করেছে। বরিশাল বিএম কলেজ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে।এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে মহান বিজয় দিবস।অন্যদিকে বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তনখোলা নদীতীরে নৌবাহিনীর পক্ষ থেকে যুদ্ধ জাহাজ প্রদর্শন করা হয়।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102