May 6, 2024, 5:04 am
ব্রেকিং নিউজ

কাতার বিশ্বকাপে বাংলাদেশের পতাকা হাতে কুসিক প্যানেল মেয়র কাউন্সিলর সাদী’র উচ্ছ্বাস

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, November 28, 2022
  • 90 দেখা হয়েছে

 

মনির হোসেন:
ফিফা ফুটবল বিশ্বকাপের মাঠের লড়াইয়ে বাংলাদেশের অংশগ্রহণ না থাকলেও কাতার বিশ্বকাপের বাংলাদেশের পতাকা হাতে নিয়ে একটি স্টেডিয়ামে অংশ গ্রহণ করেছে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যালেন মেয়র কাউন্সিল হাবিবুর আল-আমিন সাদী।
ওই স্টেডিয়ামে জাতীয় পতাকার বিশ্বমঞ্চে কাতারকে সমর্থন জানিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যালেন মেয়র কাউন্সিল হাবিবুর আল-আমিন সাদী কাতারে জড়ো হন বন্ধুদের সঙ্গে নিয়ে। এ সময় আনন্দে মেতে উঠেন অনেক প্রবাসী বাংলাদেশিরা।
জানা যায়,বিশ্বকাপে কাতারকে সমর্থন জানিয়ে দোহার কর্নিশে জড়ো হয়েছিলেন ফিফা বাংলাদেশি স্বেচ্ছাসেবকেরা। বিশ্বকাপ চলাকালীন বিভিন্ন অংশে সেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন তারা। পাঁচ শতের অধিক বাংলাদেশি সেচ্ছাসেবী কাজ করছেন বিশ্ব ফুটবল আসরে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যালেন মেয়র কাউন্সিল হাবিবুর আল-আমিন সাদী বেঙ্গল টাইমসকে জানান, বিশ্বকাপের স্টেডিয়াম মাঠ তৈরি থেকে শুরু করে কাতারের নানা অবকাঠামো নির্মাণকাজের সঙ্গে জড়িত ছিলো বাংলাদেশিরা। এখন বিশ্বকাপের মূল আসরে বাংলাদেশিরা সেচ্ছাসেবক হিসেবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। এ যেনো আমাদের গর্বের বিষয়।

 

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102