May 18, 2024, 10:40 pm
ব্রেকিং নিউজ

বিজিবি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে প্রীতি ভোজ. কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, May 5, 2024
  • 25 দেখা হয়েছে

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ ::
বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি’র ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন এর আয়োজনে কেক কাটা. প্রীতিভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ২৮ বিজিবি ক্যাম্পে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাহিনীর কর্মকর্তা-কর্মচারি, সকল সরকারি অফিসের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল মো. সাইফুল ইসলাম চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, আজ ঐতিহ্যবাহী সুনামগঞ্জ ব্যাটালিয়নের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। সুনামগঞ্জে ২০২২ সালের শতাব্দির ভয়াবহ বন্যার সময় দুর্গম এলাকায় এই ব্যাটালিয়ন খাদ্য সহায়তা সহ অন্যান্য সহযোগিতা পৌচ্ছে দিয়েছে। চোরাচালান দমনেও এই ব্যাটালিয়ন চমৎকার কাজ করছে। ইতিমধ্যে এই ব্যাটালিয়ন অনেক পুরষ্কার পেয়েছে। সীমান্ত বাসীর সব ধরণের ভাল কাজে সহযোগিতার হাত প্রসারিত করে আসছে ।এসব কাজের ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে আশা করি।
এসময় সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এস এম মাহমুদ হাসান,সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, পুলিশ সুপার ও পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এহ্সান শাহ্, সুনামগঞ্জ র‌্যাব-৯ সিপিসি ৩ এর উপ পরিচালক লে. কমান্ডার ফয়সাল আহমেদ, এন এস আই ডিডি আরিফুর রহমান. সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন. আনসার কমান্ডার কামরুজ্জামান. জেল সুপার শফি আহমদ প্রমুখ।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102