May 18, 2024, 5:45 am
ব্রেকিং নিউজ

‘পায়রা বন্দর অর্থনীতির নতুন বার্তা নিয়ে আসবে’

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, October 26, 2022
  • 74 দেখা হয়েছে

পটুয়াখালী  প্রতিনিধি:

নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পায়রা বন্দর দেশের অর্থনীতির জন্য নতুন বার্তা নিয়ে আসবে। এই বন্দর জিডিপিতে ২ শতাংশ অবদান রাখবে।তিনি বলেন, পায়রা বন্দর দেশের গভীরতম তৃতীয় সমুদ্র বন্দর। এটা নিয়ে সরকারের বড় স্বপ্ন আছে। বন্দর কেন্দ্রিক অনেক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

বুধবার বিকালে পটুয়াখালী পায়রা বন্দর পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধরী আরও বলেন, সরকার দেশের সব স্থানে সমন্বিত উন্নয়ন করছে। সব উন্নয়ন প্রকল্প দেশ ও জাতির কল্যাণ বয়ে আনছে। ছোট থেকে বড় সব প্রকল্প অর্থনীতিতে ভূমিকা রাখছে।

পটুয়াখালী-৪ আসনের এমপি মুহিবুর রহমান বলেন, স্থানীয়ভাবে পায়রা বন্দর আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। শিল্প কলকারখানার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তা গড়ে উঠছে।

তিনি বলেন, পায়রা বন্দর কুয়াকাটা পর্যটন শিল্পকে আরও তরান্বিত করবে। এ বন্দর পর্যটকদের বাড়তি বিনোদনের ব্যবস্থা করবে। চলমান সব প্রকল্পের কাজ সম্পন্ন হলে আরও দৃষ্টিনন্দন হবে বন্দরটি।

আগামীকাল বৃহস্পতিবার সকালে পায়রা বন্দরের মূল টার্মিনাল-১ এর উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বলে জানিয়েছেন বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102