May 2, 2024, 9:35 pm
ব্রেকিং নিউজ

ইরানের সঙ্গে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, April 19, 2024
  • 20 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
ইরানের ৩০০ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিয়েছে ইসরাইল। আজ একটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত হেনেছে। শুক্রবার সকালে ইরানের কেন্দ্রীয় শহর ইসপাহানের চারপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরানের গণমাধ্যমে এসেছে।ইরানের সংবাদমাধ্যম আরও জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার মাধ্যমে তিনটি ড্রোনকে ধ্বংস করা হয়েছে।

ইসপাহান প্রদেশে একটি বিশাল বিমানঘাঁটি আছে। সেইসঙ্গে, সেখানে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও কয়েকটি পারমাণবিক স্থাপনাও রয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা- আইএইই বলেছে, পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয় নি।
পেন্টাগন ও ইসরাইলের সেনাবাহিনী, উভয়ই এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এই হামলা পাল্টা হামলার বিষয়ে লেবাননে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত টম ফ্লেচার বিবিসি রেডিও ৪-এর টুডে প্রোগ্রামে বলেছেন, পুরো বিষয়টি এখনও বেশ ঝাপসা এবং ওই অঞ্চলের অনেকেই সত্যিকারের ভয় থেকে জেগে উঠছে।

তিনি বলেন, এটি থেকে বোঝা যাচ্ছে যে ইসরাইল ইরানের সঙ্গে জুয়া খেলা চালিয়ে যেতে চায়।ফ্লেচার আরও বলেন, ওই অঞ্চলের কূটনীতিকরা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, সবাই এখন এই বিষয়টির তীব্রতা বা উত্তেজনা কমানোর উপায় খুঁজছেন।আমরা জানি না, এখন উত্তেজনা কতটা বৃদ্ধি পেয়েছে। তবে ইরান স্পষ্টতই ইঙ্গিত দিতে শুরু করেছে যে এটি খুব বড় কোনো বিষয় নয়। তারা এটিকে খাটো করে দেখছে। এবং, ইসরাইল অবশ্য আরও নাটকীয় কোনো কর্মকাণ্ডকে বেছে নিতে পারত।

ফ্লেচার আরও বলেন, ইসরাইল ইরানকে স্পষ্টভাবে বার্তা দিয়েছে যে তারা চাইলে যেকোনো জায়গায় হামলা করতে পারে এবং সেক্ষেত্রে পারমাণবিক স্থাপনাগুলোও এর বাইরে নয়। যদিও ইরান গত কয়েকদিন ধরে পারমাণবিক স্থাপনাগুলোর ধারেকাছে না যাওয়ার বার্তা দেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, এই সব কিছু মূল বিপদ হল, এখানে হিসেবের গড়মিল হলে অবশ্যই ঝুঁকি আছে।

প্রসঙ্গত, শনিবার রাতে ইসরাইল যখন বলেছিল যে, তারা তেলআবিবের ওপর ইরানের করা হামলার জবাব দেবে, সেই থেকেই ইরানে সর্বোচ্চ সতর্কতা বিরাজ করছিল।

শনিবার রাতে ইরান ইসরাইলের ওপর হামলা চালিয়েছিল। ইসরাইলকে লক্ষ্য করে ৩০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়েছিল ইরান। যদিও ইসরাইল ও তার পশ্চিমা মিত্ররা সেগুলোর বেশিরভাগকেই ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করতে পেরেছিল।

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে ইসরাইলের (ধারণা করা হয়) হামলার প্রতিক্রিয়ায় তেহরান ইসরাইলের ওপর ওই হামলা করেছিল। কনস্যুলেট ভবনের সেই হামলায় ১৩ জন নিহত হয়েছিল।এর জবাবেই হামলা চালাই তেহরান।

তথ্যসূত্র: বিবিসি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102