May 6, 2024, 11:23 am
ব্রেকিং নিউজ

ঈদের দিনে রাজধানীর বিনোদন কেন্দ্র গুলোতে উপচে পড়া ভিড়

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, April 11, 2024
  • 47 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
ঈদুল ফিতরের দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার-পরিজন নিয়ে তারা ভাসছেন ঈদের আনন্দে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা, রমনা পার্ক, উত্তরার দিয়াবাড়ির নৈসর্গিক সৌন্দর্য, হাতিরঝিলের নয়নাভিরাম দৃশ্য, সবুজের সমারোহ ও পাখির কলতানে মুখর বোটানিক্যাল গার্ডেন, ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর, সোহরাওয়ার্দি উদ্যান, টিএসসি, শহিদ মিনার, সংসদ ভবন এলাকা ও চন্দ্রিমা উদ্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নানান বয়সী মানুষের আগমনে পরিবেশ হয়ে উঠেছে উৎসবমুখর। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো ঘুরে এসব চিত্র দেখা গেছে।

রাজধানীর অন্যতম দর্শনীয় স্থান জাতীয় চিড়িয়াখানা। বাঘ, সিংহ, হরিণ, ময়ূর, বানর, সাপ, নানারকম পাখি ও জলহস্তীসহ বিভিন্ন ধরনের জীবজন্তু দেখতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উত্তরা থেকে পরিবার নিয়ে জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন লতিফ মাহমুদ।

তিনি বলেন, চিড়িয়াখানা ঘুরে দেখে খুব ভালো লাগছে। তবে, চিড়িয়াখানার এরিয়া অনেক বড় হওয়ায় সবটুকু ঘুরে দেখা সম্ভব হচ্ছে না। পা ব্যথা করছে। গরমে বাচ্চাদের কষ্ট হয়ে যাচ্ছে। তাই যতটুকু সম্ভব ঘুরে দেখালাম। চিড়িয়াখানার পরিবেশটা আগের চেয়ে একটু উন্নত হয়েছে।

চিড়িয়াখানার পরিচালক মো. রফিকুল ইসলাম তালুকদার জানান, সাধারণত শুক্র ও শনিবার বন্ধের দিন চিড়িয়াখানায় ২০ থেকে ৩০ হাজার দর্শনার্থী ভেতরে প্রবেশ করে থাকে। আজ ঈদের দিন- সেই হিসেবে ৫০ থেকে ৭০ হাজার দর্শনার্থী প্রবেশ করবে বলে আমরা আশা করছি। কাল ও পরশু দর্শনার্থীর চাপ আরও বেশি হবে।

অপরদিকে, হাতিরঝিল বিনোদন কেন্দ্রটি হাজার হাজার দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। দুপুর থেকেই মানুষের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে এলাকাটি। জানা গেছে, রাজধানীতে বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্র থাকলেও প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া মেলে হাতিরঝিলে। ঝিলের গুলশান, এফডিসি ও রামপুরা প্রান্ত থেকে নৌকা বা স্পিড বোটে চড়ে অনেকেই নদী ভ্রমণের তৃপ্তি নেন।
শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের এলাকা, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘরেও দেখা গেছে একই চিত্র। উদ্যানের খোলা মাঠ যেন পরিণত হয় শিশুদের বিনোদন কেন্দ্রে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102