May 3, 2024, 2:04 am
ব্রেকিং নিউজ

যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের ইফতার মাহফিল, ভারতীয় পন্য বর্জনের ডাক

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, April 5, 2024
  • 38 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রে জিয়া পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা ভারতীয় পণ্য বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।রোববার (৩১ মার্চ) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাঘফেরাত কামনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। পরে বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, মোহাম্মদ সুরুজ্জামান ও মোহাম্মদ সেলিমকে বিশেষভাবে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের ভাগ্য খারাপ যে, বাংলাদেশ স্বাধীনতার ৫৩ বছর পরও আমাদেরকে স্বাধীনতার ইতিহাস নিয়ে পক্ষে-বিপক্ষে নিয়ে তর্ক-বিতর্ক করতে হয়। স্বাধীনতার বীরগণ আজো অসম্মানিত, অবহেলিত।

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে বিভক্ত করে ফেলেছে। তারা দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে। তথাকথিত গণতন্ত্রের নামে দেশে এক ব্যক্তির শাসন কায়েম করেছে। এসব থেকে দেশকে রক্ষা করতে হয়ে সকল দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সকল অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বক্তারা বলেন, দলের নেতা-কর্মীদের বিভেদ-বিভক্তি ভুলে বিএনপিকে শক্তিশালী করতে হবে। এসময় তারা ভারতীয় পণ্য বর্জনের জন্য দেশপ্রেমিক বাংলাদেশীদের প্রতি আহআন জানান।

সংগঠনের সদস্য সচিব জাকির হাওলাদারের পরিচালনায় ও কেন্দ্রীয় জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক শামসুল ইসলাম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. মিজানুর রহমান, মোশাররফ হোসেন সবুজ, আলমগীর খান, এডভোকেট খন্দকার জাকির, আইনুল হক চৌধুরী, মোহাম্মদ শাহ আলম প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ইমরান সিকদার।

সূত্র-সিএন

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102