April 27, 2024, 5:11 pm
ব্রেকিং নিউজ

খুলনায় বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, March 28, 2024
  • 25 দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি:
খুলনায় বিপুল পরিমাণ নকল ওষুধ ও তৈরির সরঞ্জামসহ মাসুদ সরদার নামে এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার নগরীর দৌলতপুর সাহাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে মাসুদ সরদারকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।

তিনি জানান, অভিযানে বিপুল পরিমাণে নকল ওষুধ, ওষুধের কাঁচামাল, ফয়েল পেপার, ওষুধের ব্যবহার বিধি নির্দেশনাপত্র, প্যাকেজিং ম্যাটারিয়াল, ওষুধ তৈরির সরঞ্জাম-যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। এ সময় প্রায় ৮০ কেজি বস্তাবন্দি নকল ওষুধ, বিক্রির জন্য প্রস্তুত ৫০০ প্যাকেট ওষুধ জব্দ করা হয়। তারা মোনাস টেন, অ্যান্টিবায়োটিকসহ ২০-২৫ প্রকার নকল ওষুধ অবৈধভাবে তৈরি করে দেশের বিভিন্ন স্থানে কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করে। অভিযানে সেখানে মাসুদ সরকার নামে এক কর্মচারীকে আমরা পেয়েছি। তবে মালিকসহ চক্রটির অন্য সদস্যদের আমরা পায়নি। আমরা এই চক্রটিকে শনাক্তের চেষ্টা করব।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102