April 27, 2024, 12:21 pm
ব্রেকিং নিউজ

নির্মাণ শ্রমিক সভাপতি রাজ্জাকের বাড়িতে অতর্কিত হামলা ও ভাঙচুর লুটপাট

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, March 23, 2024
  • 93 দেখা হয়েছে

রাজু আহমেদ, রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর নবুওছিমুদ্দিন পাড়া নির্মাণ শ্রমিকের সভাপতি রাজ্জাক সরদারের বাড়িতে হামলা ও ভাঙচুর করে নগত ৭ লক্ষ টাকা ও ১০ ভরি সোনার গহনা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার ২৩ মার্চ ভোর সাড়ে ৬ টায় নবুওছিমুদ্দিন পাড়ায় এই ঘটনাটি ঘটে।এই ঘটনায় ৩ জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।অভিযুক্তরা হলেন ,নবুওছিমুদ্দিন পাড়ার মৃত নজিমুদ্দিন নলিয়ার ছেলে আজাহার নলিয়া (৬০), আনোয়ার নলিয়া(৪৫), আজাহার নলিয়ার ছেলে জাকির নলিয়া (৩৫) সহ আরো অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন কে অভিযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী রাজ্জাক সরদার বলেন,পূর্ব থেকেই বাড়ীর সামনের জমি নিয়ে বিরোধ চলছিলো হঠাৎ আজ ভোর অনুমান সাড়ে ৫ টার সময় আমি এবং আমার স্ত্রী সেহেরী ও নামাজ শেষে আমার বাড়ীর বিল্ডিং ঘরের ২ তলায় শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ি ভোর সাড়ে ৬ টার দিকে নুরু ইসলাম ফকির ইউসুফ শেখ আমির শেখ এরা ৩ জনে ট্রলিতে করে আমার ইট বাড়ীর সামনে নামাতে থাকে সে সময় বিবাদীগনরা ঐক্যবদ্ধ হয়ে এসে আমার বাড়ীর তিনটি সি সি ক্যামেরা ভাংচুর ও দুটি বৈদ্যুতিক মিটার ভাংচুর করে ট্রলি চালকদের সাথেও মারপিট করে আমার বাড়ীর ২ তলা আমার শয়ন কক্ষে ডুকে আমাদের মারপিট করে ডয়ার ভেঙে নগত ৭ লক্ষ টাকা ও ১০ ভরি সোনার গহনা নিয়ে গেছে।

আজাহার নলিয়া বলেন, আমরা রাজ্জাকের বাড়ী কেউ যায়নি। আমার ছেলে জাকির ও তাদের বাড়ী যায়নি। তাদেরকে কেউ মারপিট করেনি এগুলো সূর্স্পন্ মিথ্যা ও বানোয়াট।কিন্তু আজাহার নলিয়া স্ত্রী বলেন, আমার ছেলে তাদের একটি লাইট ভেঙেছে।আমি সে সময় আমার ছেলেকে টেনে বাড়ীতে নিয়ে এসেছি।

এ বিষয় গোয়ালন্দ ঘাট থানা’র অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, হামলা ও ভাঙচুরের বিষয় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করিবো।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102